Saturday, November 8, 2025

উত্তরবঙ্গে পৌঁছেই কালীবাড়িতে পুজো, দিনভর বৈঠক কর্মসূচি নাড্ডার

Date:

উত্তরবঙ্গের বাছাই নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে শিলিগুড়ি পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির নৌকাঘাট হয়ে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন তিনি। সামাজিক দূরত্ব বিধি না মেনেই বাইক মিছিলে অভ্যর্থনা জানানো হয় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। ১৯২৬ সালে তৈরি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন তিনি। সেখান থেকে যান সেবক রোডের একটি বেসরকারি হোটেলে। সেখানেই দুপুর অবধি বৈঠক রয়েছে নাড্ডার। বিকেলের বিমানে দিল্লি ফেরার কথা।

লোকসভা ভোটে উত্তরবঙ্গের ফল সামান্য হলেও আশা জাগিয়েছে গেরুয়া শিবিরে। আর সেই কারণেই পুজোর আগে রাজ্যে এসে প্রথমে পাহাড় ছুঁতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিক মহলের মতে, বাঙালি থেকে অবাঙালি, রাজবংশী, কামতাপুরী থেকে গোর্খা ভা‌ষাভাষী — এইসব ভোট ব্যাঙ্ককে পাশে পেতেই শিলিগুড়ি এলেন দলের সর্বভারতীয় সভাপতি। বিজেপি সূত্রে খবর, সোমবার দিনভর সফর নাড্ডার।

সকালে উত্তরবঙ্গের আট জেলার সাংগঠনিক বৈঠক সেরে এদিন বিকেলেই দিল্লি ফেরার কথা তাঁর। দলের নেতানেত্রীদের পাশাপাশি সাতজন সাংসদের মনোনীত বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা। ‘ভার্চুয়াল’ এই বৈঠক থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রবিবার বিকেলেই শিলিগুড়ি যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়; রয়েছেন ভারতী ঘোষ, অরবিন্দ মেননেরা।

সেবক রোডের দুই মাইলের বিলাসবহুল হোটেলেই পরপর বৈঠকের কর্মসূচি। আট জেলার সভাপতি, তিন সাধারণ সম্পাদক, কোঅর্ডিনেটর, আহ্বায়ক, সাংসদ, বিধায়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন। পরে বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গে নড্ডা দেখা করার কথা।

আরও পড়ুন-যোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version