Monday, November 3, 2025

যোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন

Date:

এবার যোগী আদিত্যনাথের রাজ্যে অন্য এক কেলেঙ্কারি। সেটা আবার গুরুত্বপূর্ণ এক সরকারি দফতরে। উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম উঠেছে লাদেনের। এখানেই শেষ নয়, সেই তালিকায় এই লাদেনের বাবার নাম নাকি নরেন্দ্র মোদি! যা দেখে চক্ষু চড়কগাছ সরকারি আধিকারিকদের। শুধু মোদির ছেলে লাদেন নয়, এখানকার ভোটার তালিকায় অনিল-কন্যা সোনম কাপুরেরও। মায়াবতী থেকে শিবরাজ সিং চৌহান, সবাই আছে সেই তালিকায়!

প্রসঙ্গত, আগামী বছর উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোট। তার জন্যই চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই সূত্রেই যোগী রাজ্যে ভাইসাহিয়া গ্রামের ভোটার তালিকা দেখে চক্ষু চড়কগাছ ব্লক লেভেল অফিসার প্রমীলা দেবীর। তিনি জানান, ভোটার তালিকা অনুযায়ী এই গ্রামের এক বাসিন্দার নাম লাদেন, আর তাঁর বাবার নাম নরেন্দ্র মোদি। অন্য এক বাসিন্দার নাম সোনম কাপুর। তাঁর বাবা অনিল কাপুর।

প্রমীলা দেবী ভোটার তালিকা নিয়ে আরও জানিয়েছেন, এই তালিকা খতিয়ে দেখার জন্য গত ৫ অক্টোবর এই গ্রামের ভোটার লিস্ট তাঁর হাতে আসে। সেখানে প্রচুর সন্দেহজনক ও আজগুবি নাম দেখতে দেখা। এরপর তিনি খোঁজ নিয়ে দেখি, বাস্তবে এরকম কেউ ওই গ্রামের বাসিন্দা নন। সম্ভবত আগের পঞ্চায়েত ভোটের আগে এইসব ভুয়ো নাম তালিকায় তোলা হয়েছিল। কিন্তু তার পর থেকে কোনও সংশোধন হয়নি। ফলে নামগুলি থেকে গিয়েছিল। যা নিয়ে উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে একটা হাসির খোরাক তৈরি হয়েছে।

আরও পড়ুন-ভোটের পাহাড় ছুঁতে উত্তরবঙ্গে নাড্ডা

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version