ভোটের পাহাড় ছুঁতে উত্তরবঙ্গে নাড্ডা

লোকসভা ভোটে উত্তরবঙ্গের ফল সামান্য হলেও আশা জাগিয়েছে গেরুয়া শিবিরে। আর সেই কারণেই পুজোর আগে রাজ্যে এসে প্রথমে পাহাড় ছুঁতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাঙালি থেকে অবাঙালি, রাজবংশী, কামতাপুরী থেকে গোর্খা ভা‌ষাভাষী — এইসব ভোটা ব্যাঙ্ককে পাশে পেতে সোমবার শিলিগুড়ি আসছেন দলের সর্বভারতীয় সভাপতি। বিজেপি সূত্রে খবর, সোমবার দিনভর সফর নাড্ডার।

সকালে উত্তরবঙ্গের আট জেলার সাংগঠনিক বৈঠক সেরে এদিন বিকেলেই দিল্লি ফেরার কথা তাঁর। দলের নেতানেত্রীদের পাশাপাশি সাতজন সাংসদের মনোনীত বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা। ‘ভার্চুয়াল’ এই বৈঠক থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

রবিবার বিকেলেই শিলিগুড়ি যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়; রয়েছেন ভারতী ঘোষ, অরবিন্দ মেননেরা।

দিল্লি থেকে বাগডোগরা পৌঁছে এশিয়ান হাইওয়ের নৌকাঘাট মোড়ে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান। সেখান থেকে তিনি মহাবীরস্থানের আনন্দময়ী কালীবাড়ি। সেখানে পুজো দিয়ে উঠবেন সেবক রোডের দুই মাইলের বিলাসবহুল হোটেলে। সেখানেই পরপর বৈঠকের কর্মসূচি। আট জেলার সভাপতি, তিন সাধারণ সম্পাদক, কোঅর্ডিনেটর, আহ্বায়ক, সাংসদ, বিধায়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন। পরে বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গে নড্ডা দেখা করার কথা।

আরও পড়ুন-রাজভবনে আড্ডা দেয় খুনি-আসামী, রাজ্যপাল দেশের লজ্জা! বিস্ফোরক তৃণমূল সাংসদ

Previous articleকরোনা থেকে মুক্তি পেতে বৈদিক শান্তিযজ্ঞ ভারত সেবাশ্রম সঙ্ঘের
Next articleযোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন