Thursday, August 21, 2025

আগামী ৬-১২ সপ্তাহ সবচেয়ে ভয়াবহ সময়, করোনা ইস্যুতে দাবি বিশেষজ্ঞের

Date:

করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে বর্তমানে সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকা। ক্রমাগতভাবে সেখানে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে বিপদ এখনও শেষ হয়নি। আমেরিকার বাসিন্দাদের জন্য আরও বড় বিপদে বার্তা দিলেন ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর মিচেল অস্টারহলম। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন অতিমারি পরিস্থিতির মধ্যে সবচেয়ে ভয়াবহ সময় হতে চলেছে আগামী ৬ থেকে ১২ সপ্তাহ। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ‘ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ এন্ড পলিসি’ বিভাগের প্রধানের এহেন বার্তায় রীতিমতো উদ্বেগে আমেরিকা।

আরও পড়ুন: দেশবাসী সচেতন হলে ফেব্রুয়ারিতেই নিয়ন্ত্রণে করোনা, জানালো বিশেষজ্ঞ কমিটি

আমেরিকায় ‘মিট দ্য প্রেস’ নামের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অস্টারহলম বলেন, ‘আমেরিকার সবচেয়ে বড় সমস্যা একজন শক্তিশালী নেতার যিনি এই অতিমারি পরিস্থিতি থেকে মানুষকে সজাগ হওয়ার বার্তা দেবেন।’ তার দাবি, ‘সচেতনতার অভাব প্রতিমুহূর্তে চোখে পড়ছে। বর্তমানে ছুটির দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিপুল ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকাতে। সংখ্যাটা ৬৭ হাজার থেকে ৭৫ হাজারে পৌঁছে যাচ্ছে’। তাঁর কথায়, ‘আগামী বছরের তৃতীয় কোয়ার্টারের আগে ভ্যাকসিন আসার কোনও সম্ভাবনা নেই। ফলে করোনা পরিস্থিতিতে আগামী তিন মাস সবচেয়ে ভয়াবহ সময় হতে চলেছে আমেরিকার জন্য।’ মূলত শীতকালীন সময় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেশি বেড়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮.১ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত এবং আমেরিকাতে কমপক্ষে ২ লক্ষ ১৯ হাজার মৃত্যুর ঘটনা ঘটছে রবিবার পর্যন্ত। তথ্য অনুযায়ী, ৫৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন শুধুমাত্র শনিবার। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এদিকে ‘ওয়ার্ল্ডমিটার’ নামক এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে আমেরিকাতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ লক্ষ ৮৭ হাজার ৭৯৯। মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৭৩০ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখ ৫৭ হাজার ৬৮৪ জন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version