Saturday, May 3, 2025

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃতের দিক থেকে কলকাতাকে পিছনে ফেলে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা৷ প্রত্যেক জেলায় ৮০০ পেরল আক্রান্তের সংখ্যা৷ উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা৷

রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর মধ্যে কলকাতায় ১৩ জনের মৃত্যু হয়েছে৷ আর উত্তর ২৪ পরগনায় ১৭ জনের৷ বাকি জেলাগুলিতে দৈনিক মৃতের সংখ্যাটা ১০ এর নিচে৷ কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১,৯৮৪ জনের৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যাটা বেড়ে ১,৩৭৪ জন৷ দুই জেলা মিলে মোট মৃতের সংখ্যা ৩,৩৫৮ জন৷ বাকি ২১ জেলা মিলিয়ে সংখ্যাটা ২,৬৯৮৷

আরও পড়ুন : আগামী ৬-১২ সপ্তাহ সবচেয়ে ভয়াবহ সময়, করোনা ইস্যুতে দাবি বিশেষজ্ঞের

একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৩,৯৮৩ জন। প্রায় প্রতিদিনই গড়ে ১০০ করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮১৩ জন৷ উত্তর ২৪ পরগনায় ৮৩৮ জন৷ তাও এই দুই জেলার অধিকাংশ মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে৷ উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা৷ প্রতিনিয়ত যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : প্রত্যেকটি পুজো মণ্ডপ হোক কনটেনমেন্ট জোন- শুনানিতে মন্তব্য হাইকোর্টের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতি সপ্তাহে জেলাভিত্তিক একটি করোনা রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় কেস পজ়িটিভিটি হার ২৪.৪৮ শতাংশ। যা কীনা, সারা দেশে সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রের চেয়েও বেশি। মহারাষ্ট্রের কেস পজিটিভিটি হার ১৯.৯৯।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল – হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি ও দুই মেদিনীপুর৷

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version