Monday, August 25, 2025

অর্ডার দিয়েও মেলেনি ফোন, অ্যামাজন সিইওকে নালিশ ঠুকতেই টাকা ফেরত

Date:

ভারতের মাটিতে দাপটের সঙ্গে ব্যবসা করছে বিদেশী ই-কমার্স সংস্থা অ্যামাজন। পরিষেবা নিয়ে কখনও কখনও অভিযোগ উঠলেও শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়ে গিয়েছেন ভারতে অবস্থিত অ্যামাজনের কর্মকর্তারা। তবে আমাজনের পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন মুম্বইয়ের বাসিন্দা ওমকার হানমান্তে। এই ই-কমার্স সংস্থায় একটি মোবাইল ফোন অর্ডার করেছিলেন তিনি। মোবাইল তো মেলেনি, উল্টে টাকাও ফেরত পাননি ওই গ্রাহক। রীতিমতো ক্ষুব্ধ হয়ে এরপর সরাসরি তিনি অভিযোগ করেন অ্যামাজনের সিইও জেফ বিজোসের কাছে। আর তার ফল তিনি পেলেন একেবারে হাতেনাতে।

জানা গিয়েছে, ওমকার নামে ওই ব্যক্তি নিজের ঠাকুমার জন্য অ্যামাজনে একটি মোবাইল ফোনের অর্ডার দিয়েছিলেন৷ যে মোবাইল তিনি অর্ডার করেন সেটি ছিল নোকিয়ার ফিচার ফোন। কিন্তু শেষ পর্যন্ত সেই ফোন হাতে পাননি ওমকার৷ অথচ অ্যামাজনের অর্ডার স্ট্যাটাসে ফোনটি ডেলিভারি করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। ওমকারের অভিযোগ, মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে তিনি থাকেন সেখানে ডেলিভারি বয় এসেছিল। কিন্তু ফোন হাতে না দিয়ে বাড়ির গেটে পার্সেলটি রেখে চলে যায় সে। এরপর গেট থেকেই চুরি হয়ে যায় ফোনটি। গোটা ঘটনায় ভিডিও ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। অভিযোগ ডেলিভারি দিতে এসে একবারও ফোন করেও জানায়নি ডেলিভারি বয়।

আরো পড়ুন: বিজেপি নেত্রী ইরাবতীকে ‘আইটেম’ বলে সম্মোধন কমলনাথের, বিতর্ক তুঙ্গে

গোটা পরিস্থিতির কথা জানিয়ে অ্যামাজনের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করলেও কোনও ফল পাওয়া যায়নি। বাধ্য হয়েই অ্যামাজনের সিইও জেফ বিজোসকে ই-মেইল করে বসেন ওই গ্রাহক। সঙ্গে পাঠিয়ে দেন ওই ঘটনার সিসিটিভি ফুটেজ। ফলও মেলে তৎক্ষণাৎ। ওমকারের ওই ই-মেইলের জবাব দেন অ্যামাজনের এক আধিকারিক। জানানো হয়, তার ই-মেইলটি জেফ বিজোস পড়েছেন। এবং তার হয়েই তিনি উত্তর দিচ্ছেন। বলাবাহুল্য, এরপর অ্যামাজন কর্তৃপক্ষের তরফে এই মোবাইলটির অর্থ ফেরত দিয়ে দেওয়া। প্রসঙ্গত, অ্যামাজন কর্তা যে নিয়মিত গ্রাহকদের অভিযোগ করেন তা একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই। এদিন তারই এক বাস্তব প্রমাণ মিলল মুম্বইয়ের এই ঘটনায়।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version