Wednesday, August 27, 2025

করোনা মোকাবিলায় লকডাউনের সিদ্ধান্তই সঠিক ছিল, জানালেন মোদি

Date:

করোনা মোকাবিলায় লকডাউন চলায় দেশে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলেও করোনাভাইরাস মুক্তির সংখ্যাই দেশে বেশি। টানা ৬৮ দিন চলেছিল লকডাউন। একদম সঠিক পথেই হেঁটে ছিল কেন্দ্র। এমনই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর কথায়, গোটা বিশ্বের মধ্যে ভারতেই উচ্চ আরোগ্যের হার। যা সাফল্যের বিষয়।

ভিডিও কনফারেন্সে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য রাখার সময় এই কথা তিনি বলেন। বলেন, ভারতের বৈচিত্র্য, জনসংখ্যার বিপুলতা নিয়ে করোনা মোকাবিলা খুবই চ্যালেঞ্জের। সেই কাজই করে চলেছে কেন্দ্রীয় সরকার। সফলতা এসেছে। বহু দেশের থেকে সফলভাবে করোনা মোকাবিলা করেছে ভারত। এই দাবি করেন মোদি। ভারতে কোভিডে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ইউরোপ ও এশিয়ার বহু দেশে ভয়ঙ্কর পরিস্থিতি। সেই করোনা পরিস্থিতি এড়ানো গিয়েছে ভারতে। আর তা হয়েছে শুধুমাত্র সঠিকভাবে লকডাউনের জন্য। কেন্দ্রের পরিকল্পনা সফল। এদিন মোদি বলেন, দেশে মানুষ মাস্ক ব্যবহারে সচেতনতা দেখিয়েছেন।

প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রের আরও অনেক পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে তা বাস্তবায়িত করা হবে। ভ্যাকসিন তৈরি হওয়ার পর সরবরাহের ব্যবস্থার রূপরেখা তৈরি করেছে কেন্দ্র। প্রত্যেক দেশবাসীর ডিজিটাল হেলথ আইডি তৈরি করা হবে। যার মাধ্যমে ভ্যাকসিন পাবেন সবাই।

আরও পড়ুন-কথা রাখলেন রাহুল, স্বজনহারানো দুই বোনকে বাড়ি দিলেন

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version