ফের শারীরিক অবস্থার অবনতি, মারাত্মক স্নায়ুর সমস্যায় ভুগছেন সৌমিত্র

ফের সঙ্কটে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সম্প্রতি তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু ফের নতুন করে শারীরিক অবস্থার অবনতি হল অভিনেতা ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের। হাসপাতাল সূত্রে খবর, এবার স্নায়ুর সমস্যায় ভুগছেন বর্ষীয়ান অভিনেতা। আপাতত ৫ জন স্নায়ু বিশেষজ্ঞকে। নিয়োগ করা হয়েছে তাঁর চিকিৎসার জন্য।

হাসপাতালের নিউরো মেডিক্যাল বোর্ড মনে করছে, গত কয়েক সপ্তাহে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য স্টেরয়েড জাতীয় মেডিসিন দেওয়ার তাঁর সাময়িক উন্নতি হয়েছিল। তবে স্টেরয়েড বন্ধ করতেই ফের সমস্যা দেখা দিয়েছে সৌমিত্রবাবুর শরীরে।

হাসপাতাল সূত্রে খবর, আজ মঙ্গলবার অভিনেতার নতুন করে এমআরআই করা হয়েছে। রিপোর্টে সেভাবে কোনও বড় সমস্যা ধরা না পড়লেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোভিড এনসেফ্যালোপ্যাথি এখনও আছে। অর্থাৎ, মস্তিষ্কের কার্যকারিতা সন্তোষজনক নয়। “গ্লাসগো কোমা স্কেল” আগে ১১ পর্যন্ত উঠেছিল। তারপর সূচক অবশ্য নামতে শুরু করেছে। এ জন্য একটু ঘোরের মধ্যেও থাকছেন তিনি। তবে আগের মতই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে না।

এদিকে নতুন করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অগুনিত ভক্তরা ফের উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আরও পড়ুন- নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে চায় বিএনপি

Previous articleনির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে চায় বিএনপি
Next articleপুজোর রূপচর্চা: ত্বকের যত্ন নিন