Saturday, August 23, 2025

এবার দুর্গাপুজোয় ইতিমধ্যেই একাধিক স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে মণ্ডপের ২৫ মিটারের মধ্যে না যান, তা নিয়ে বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা হাইকোর্টও। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ অগ্রাহ্য করেই পুজোর কেনাকাটা মত্ত হয়ে পড়েছেন একাংশ মানুষ। যদিও অনেকেই বাড়িতে বসে ভার্চুয়াল পুজো পরিক্রমা দেখেই পুজো কাটাতে চান।

আরও পড়ুন- করোনা এখনও সক্রিয়, উৎসবের মরসুমে বেপরোয়া হলে ফের বড় বিপদ, সতর্ক করলেন মোদি
ঠাকুর দেখা তো তবু কোনওরকমে হয়ে যাবে, কিন্তু পুজোর ভোগ? অনেকেই মণ্ডপে ঘুরতে ঘুরতে পুজোর ভোগ খেয়ে থাকেন। কিন্তু এবারে তো তা সম্ভব নয়। এই সমস্যার সমাধানে বাঙালি এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেব দত্ত তৈরি করেছেন এক বিশেষ অ্যাপ। শহরের বাছাই করা ২৫টি দুর্গাপুজোর ভােগ মিলবে বাঙালি ইঞ্জিনিয়ারের তৈরি করা এই অ্যাপে, যার নাম ‘ইয়োট্টো ডট ইন’।
নিশ্চয়ই ভাবছেন কী করতে হবে?
এর জন্য প্রথমে মােবাইলের প্লে স্টোরে গিয়ে ‘ইয়োট্টো ডট ইন’ অ্যাপ ভাউনলােড করতে হবে। তারপর অন্যান্য শপিং অ্যাপের মতাে এই অ্যাপেই ভােগ বুকিং করা যাবে। এখনও পর্যন্ত উত্তর ও দক্ষিণ কলকাতার মােট ২৫টি পুজো উদ্যোক্তারা এই অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ইতিমধ্যেই এক হাজারের ওপর বুকিং হয়ে গিয়েছে। তবে প্রথম ১০০টি প্যাকেট ভােগ ২১ টাকায় পাওয়া যাবে।
অ্যাপে বুকিং করার পর অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা মেটালেই সরাসরি বাড়িতে পৌঁছে যাবে পুজোর ভােগ।

Related articles

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...
Exit mobile version