ফের তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূম

ফের তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূম। মঙ্গলবার, গভীররাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। বীরভূমের দুবরাজপুরের চাপানগরী গ্রামের একটি দাতব্য চিকিৎসালয় এই বিস্ফোরণের গ্রামবাসীদের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের মতে, লকডাউনের সময় থেকে বন্ধ ছিল ওই চিকিৎসালয়। হেতমপুর পঞ্চায়েতের উদ্যোগে এই চিকিৎসালয় তৈরি হয়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে দাতব্য চিকিৎসালয়ের প্রায়ই গোটা ভবনটি। কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-নারী শক্তির প্রতীক দুর্গার বোধনের প্রাক্কালেই রাস্তায় সদ্যোজাত শিশুকন্যা, আগলে রাখলো কুকুরের দল