Tuesday, August 26, 2025

শতবর্ষে সিদ্ধার্থ শংকর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণ বর্তমান নেতৃত্বের

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের জন্ম শতবর্ষ পালিত হল মঙ্গলবার। সিদ্ধার্থ বাবুর ২ নম্বর বেলতলা রোডের বাড়িতে এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন তাঁর মন্ত্রিসভার দুই সদস্য সুব্রত মুখার্জি ও প্রদীপ ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন সৌগত রায়, সুব্রত বক্সি, আব্দুল মান্নানের মতো নেতৃত্বরাও। তাঁর শতবর্ষের জন্মদিন উপলক্ষে এদিন তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী, সংসদ ও বিরোধী নেতৃত্বরা।

মঙ্গলবার সিদ্ধার্থ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর স্মৃতিচারণ করে প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘সিদ্ধার্থ বাবুর মন্ত্রিসভায় পাঁচজন সংখ্যালঘু মন্ত্রী ছিলেন। সম্পূর্ণভাবে তিনি ছিলেন অসাম্প্রদায়িক নেতা। তার রাজনৈতিক জীবনে কখনও তাঁকে ভেক ধরতে হয়নি। নানা সম্প্রদায়ের মানুষের মন পেতে বিশেষ পোশাক পরে অনুষ্ঠানেও যেতে হয়নি তাঁকে।’ এদিন বেলতলায় মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুষ্ঠানের পাশাপাশি তাঁকে স্মরণ করা হয় বিধান ভবনেও। সেখানে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর স্মৃতিচারণ করেন বলেন, ‘সিদ্ধার্থবাবু ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, পঞ্জাবের রাজ্যপাল, আমেরিকার রাষ্ট্রদূত ও বিরোধী দলনেতা। দেশের মধ্যে তিনিই প্রথম এতগুলি পদে কাজ করে গিয়েছেন। তাঁর নেতৃত্বে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বাংলায় ব্যাপক উন্নয়ন হয়।’

আরও পড়ুন: ভোটের প্রচারেই মধ্যেই লালু-পুত্র তেজস্বীর কোলে এসে পড়ল জুতো! তারপর?

পাশাপাশি যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটিকে পালন করে প্রদেশ কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, সরদার আমজাদ আলী, দেবপ্রসাদ রায়, অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথ ও শুভঙ্কর সরকারের মত কংগ্রেস নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তৃতা উঠে আসে কাজপাগল মানুষ হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ বাবুর জীবনের গল্প। একই সঙ্গে সল্টলেকের ৩৯ নম্বর ওয়ার্ডেও পালিত হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্ম শতবর্ষ। এখানে সিদ্ধার্থ বাবুর একটি পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...