Wednesday, November 12, 2025

প্রেম করছেন ঠিকই কিন্তু মালাইকাকে বিয়ে করতে চান না অর্জুন, জানালেন নিজেই

Date:

গোপনো কথাটি আর গোপন নেই। অর্জুন-মালাইকার প্রেমের কথা এখন আর কারোর অজানা নয়। অর্জুন আর মালাইকার বয়সের অনেক তফাৎ হলেও, তাঁদের ভালবাসায় কমতি হয়নি। বর্তমানে অর্জুন-মালাইকা একসঙ্গেই থাকেন বলেও শোনা যায়। কিন্তু বিয়েটা কবে করছেন বলিউডের এই লাভবার্ডস?

কয়েক মাস আগেও অর্জুন ও মালাইকার বিয়ে নিয়ে গুজব রটেছিল। তখন নিজের জবাব দিয়ে বিতর্ক এড়িয়েছিলেন অর্জুন। কিন্তু এবার পরিবারের দিক থেকেই এসেছে প্রশ্ন, বিয়ে কবে করবে? সম্প্রতি, কার্যত এই বিয়ের কথাই ‘চাপ’ হয়েছে দাঁড়িয়েছে অর্জুনের কাছে। মুম্বইয়ের সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন, তার পরিবার মালাইকাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করছে অভিনেতার উপর। কিন্তু অভিনেতা কারোর কোনও কথা শুনতে রাজি নন। নিজের জন্য তিনি যা ভাল বুঝবেন, তা-ই করবেন।

আরও পড়ুন : ‘মধ্যিখানে মধ্যবিত্ত’, করোনা ও পুজোর মাঝে ফের মানুষের দুর্দশার কথা শোনালেন রুদ্র

আর তাই অনেকভাবে চেষ্টা করেও ফল না মেলায়, একপ্রকার আশা ছেড়েই দিয়েছে অর্জুনের পরিবারের সদস্যরা। এর আগেও যখন অর্জুনকে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, তিনি জানান, ‘বিয়ে এমন এক সিদ্ধান্ত যে বিষয়ে এগোবার আগে পরিবারের পরামর্শ নেব, বিয়ে নিয়ে কোনও প্রকারের কোনও প্রস্তুতি বা সিদ্ধান্ত যদি নেওয়া হত সেক্ষেত্রে এতদিনে সবাই জানতে পারতেন৷’

প্রসঙ্গত, মালাইকা ও আরবাজের দীর্ঘ দাম্পত্য জীবনে ছেদ পড়ে ২০১৭ সালে। তারপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, অর্জুন কাপুরের প্রেমে পড়েছেন মালাইকা। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও, এখন দুজনে চুটিয়ে প্রেম করছেন। একসাথে থাকছেন, খাচ্ছেন, ঘুরতেও যাচ্ছেন। সম্প্রতি তাঁরা দু’জনেই কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এককথায় বলা যায়, নিজেদের মতো করে ভালো আছেন এই জুটি। তবুও ফ্যানদের মনে সেই এই একটাই প্রশ্ন, বিয়ে কবে করছেন তাঁরা??

আরও পড়ুন : কোভিড অতিমারীর সম্ভাব্য প্রতিষেধক নিয়ে গবেষণা, তাক লাগালো ১৪ বছরের কিশোরী

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version