Thursday, November 6, 2025

ভোটের প্রচারেই মধ্যেই লালু-পুত্র তেজস্বীর কোলে এসে পড়ল জুতো! তারপর?

Date:

যত দিন এগোচ্ছে বিহার বিধানসভা নির্বাচনের উত্তাপ ততই বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যের মূল রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে লড়াইয়ের ময়দানে। করোনা আবহের মধ্যেই শুরু হয়ে গিয়েছে জনসভা। এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি শীর্ষনেতা লালুপ্রসাদ যাদবকে জেলা থেকেই দেখতে হবে ভোট। তাই বিরোধী শিবির এবার নির্বাচনে লালু-পুত্র তেজস্বী যাদবকে মুখ করেই লড়াইয়ের ময়দানে নেমেছে।

নীতিশ কুমারের জেডিইউ ও বিজেপি জোটের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শুরু করেছেন লালু-পুত্র তেজস্বী। তবে এবার এক জনসভায় কিছুটা পড়ে গেলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভরা জনসভায় তাঁকে লক্ষ্য করে মঞ্চের দিকে ছোড়া হল একজোড়া জুতো। একটি জুতো দূরে গিয়ে পড়লেও অন্যটি এসে পড়ে একেবার তেজস্বীর কোলে। ঔরঙ্গাবাদ জেলার কুটুম্বার কংগ্রেস নেতা ও জোটের প্রার্থী রাজেশ রামের হয়ে প্রচারে এসেছিলেন বিহারের মহাজাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। তিনি মঞ্চে একটি জুতো ছোড়া হয় তেজস্বীকে লক্ষ্য করে । সেটি নিশানায় না লাগতেই উড়ে আসে অন্য একটি জুতো। সেটি এসে পড়ে একেবারে তেজস্বীর কোলে।

জানা গিয়েছে, মঞ্চের খুব কাছেই হুইল চেয়ারে বসেছিলেন এক প্রতিবন্ধী ব্যক্তি। তিনিই সম্ভবত ওই জুতো ছোড়েন। পুলিশ ওই ব্যক্তিকে ধরে সভার বাইরে নিয়ে যায়। ঠিক কী কারণে লালু-পুত্রকে লক্ষ্য করে জুতো ছুড়লেন ওই ব্যক্তি? পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-দেশের ৬ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version