Monday, August 25, 2025

ভাষণে ছিলো না দুর্গাপুজো,ভুল শুধরে বাংলায় টুইট মোদির, আর্জি ‘সঙ্গে থাকবেন’

Date:

মঙ্গলবারের ‘ভুল’ সংশোধন করতে বুধবার বাংলা ভাষায় টুইট করতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ওইদিনের ভাষণে নবরাত্রি, দশেরা, ঈদ, দীপাবলি, নানকজয়ন্তী, ছটপুজোর শুভেচ্ছা জানালেও প্রধানমন্ত্রীর ভাষণে দুর্গাপুজোর উল্লেখ ছিলো না৷ এর পরেই বাংলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়৷ অভিযোগ ওঠে, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন উৎসবের জন্য প্রধানমন্ত্রী লম্বা শুভেচ্ছা জানালেও বাংলা তথা ভারতের অন্যতম বৃহৎ উৎসব দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে তিনি ভুলে গিয়েছেন৷ বিতর্কের আঁচ পৌঁছে যায় দিল্লি৷ নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী৷ বাংলার ভোটের মুখে তাঁর যে মস্ত ভুল হয়ে গিয়েছে, বুঝতে পারেন৷ তারপর বুধবার সেই ভুল সংশোধন করতে টুইট করলেন তিনি, পুরোটাই বাংলা ভাষায়৷

কী লিখলেন প্রধানমন্ত্রী?

মোদি টুইটে বলেছেন, ‘‘দুর্গাপূজা, অশুভের পরাজয় ও শুভ’র বিজয়ের এক পবিত্র উৎসব। মা দুর্গার কাছে শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি। আগামীকাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে, আগামীকাল বেলা ১২টায়, পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব | সঙ্গে থাকবেন’।”

পঞ্চমীর রাতে বাংলায় টুইট করে মোদির আর্জি ‘‘সঙ্গে থাকবেন’’ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ ‘‘শারদীয়ার শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব’’-র মধ্যেও রাজনৈতিক বার্তা রয়েছে বলে অনেকের ধারনা৷ দুর্গাষষ্ঠীতেই বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজাতে চাইছেন মোদি, এমনই মনে করছে রাজনীতির মহল৷

আরও পড়ুন- ভাড়াটেদের জন্য উদ্যোগ নিচ্ছেন: মানিকতলা হাউজিংয়ের পুজো উদ্বোধনে প্রতিশ্রুতি সাধন পান্ডের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version