Thursday, August 21, 2025

এবার ব্রাজিলে অ্যাস্ট্রজেনেকার ট্রায়ালে মৃত্যু এক স্বেচ্ছাসেবকের

Date:

ফের অ্যাস্ট্রজেনেকার ট্রায়ালে বিপত্তি। ট্রায়াল চলাকালীন মৃত্যু হল এক স্বেচ্ছাসেবকের। ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা (আনভিসা) এই মৃত্যুর খবর জানিয়েছে। তবে টিকার ওভারডোজের কারণেই ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, রিও ডে জেনেইরোর বাসিন্দা, ২৮ বছরের ডঃ জোআও পেড্রো আর ফেইটোসা এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে শারীরিক পরিস্থিতি জটিল হয়ে পড়ে তাঁর। পরে মারা যান তিনি। এই স্বেচ্ছাসেবকের মৃত্যুর কারণ নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য দেয়নি ব্রাজিলের স্বাস্থ্য দফতর। তবে ওই ব্যক্তি যে ট্রায়ালের সঙ্গে জড়িত ছিলেন তা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার চিনা মহিলাকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

যদিও, গবেষকরা জানিয়েছেন ফেইটোসা মারা যাওয়ার আগে পর্যন্ত ভ্যাকসিন নেয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। গবেষকরা জানিয়েছেন, ট্রায়ালে অংশগ্রহণকারীরা কন্ট্রোল গ্রুপের হোক বা করোনাভাইরাস ভ্যাকসিন গ্রুপের, সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সমস্ত মেডিক্যাল ঘটনা খতিয়ে দেখা হয়। এক্ষেত্রেও পরীক্ষা করে দেখা হবে। যদি জানা যায়, ভ্যাকসিন নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে, তবে ট্রায়াল বন্ধ করে দেওয়া হবে।

ব্রাজিলে চলছে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বর্তমানে। গবেষকরা জানিয়েছেন ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। তাই আপাতত, এই ট্রায়াল চালু থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই এই ট্রায়ালের ফল মিলবে।

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার জীবন তুলে ধরা মণ্ডপে আসছেন ‘ত্রাতা’ সোনু সুদ

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version