চা বাগান থেকে উদ্ধার দুটি চিতাবাঘের ছানা

আলিপুরদুয়ারের গোপালপুর চা বাগান থেকে উদ্ধার দুটি চিতাবাঘের ছানা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের গোপালপুর চা বাগানে এদিন কাজ করছিলেন শ্রমিকরা। ওই সময়, ছানা দুটিকে দেখতে পান তাঁরা।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, রেলকে ‘শিক্ষা দিতে’ ইঞ্জিন বাজেয়াপ্ত করল বন দফতর

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদফরের ধুমচি বীট অফিসের কর্মীরা। বনকর্মীরা এসে শাবক দুটোকে উদ্ধার করে। তাঁরা জানিয়েছেন আপাতত, শাবক দুটিকে প্রথমে পরীক্ষা করা হবে। এরপর যেখান থেকে তাদের উদ্ধার করা হয়েছে, সেখানেই ছেড়ে দেওয়া হবে। যাতে মা চিতাবাঘ এসে নিয়ে যায় তাদের।

দেখুন ভিডিও :