লজ্জার হার নাইটদের! প্লে অফের আরও কাছে আরসিবি

কলকাতা নাইট রাইডার্স – ৮৪/৮
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – ৮৫/২

৮ রানে জয়ী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

আবুধাবিতে বুধবার কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে ওফের দৌড় গোড়ায় পৌঁছে গেল রয়্যাল বিরাট বাহিনী৷ এদিন নাইটদের ৮ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে উঠে এলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু৷

৮৫ রানের লক্ষ্যে আরসিবি-র ৮ উইকেটে সহজ জয়৷ ১৩.৩ ওভারে ম্যাচ জিতে নেয় বিরাট এন্ড কোং৷ অ্যারন ফিঞ্চ ১৬ এবং দেবদূত পারিক্কল ২৫ রান করে আউট হন৷ তারপর গুরকীরত সিং এবং বিরাট কোহলি জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন৷ বিরাট ১৮ এবং গুরকীরত ২১ রানে অপরাজিত থেকে যান৷

এদিন টস জিতে কেকেআর প্রথম ব্যাটিং নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তুলেছিল৷

বুধবার এক সময় মনে হচ্ছিল কেকেআর আইপিএলের ইতিহাসে তাদের সর্বনিন্ম স্কোর করবে৷ কিন্তু শেষ পর্যন্ত ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের ৩০ এবং লকি ফার্গুসনের ১৯ রানের সৌজন্যে সর্বনিন্ম স্কোরের লজ্জা থেকে মুক্তি পায়। এদিন আরসিবি-র কাছে হেরে কলকাতা লীগ তালিকায় চার নম্বরে নেমে আসে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে বিজেপি-সঙ্গ ত্যাগ করায় গুরুংকে স্বাগত তৃণমূলের

Previous articleমুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে বিজেপি-সঙ্গ ত্যাগ করায় গুরুংকে স্বাগত তৃণমূলের
Next articleকরোনা আবহে পুজো নিয়ে কী কথা লিখলেন শ্রীজাত?