মহামারির আবহেও টিব্যাকের মানবিক উদ্যোগ

এবার আরও মজবুত আরও বৃহত্তর আঙ্গিকে টিব্যাক । তারই প্রতিফলন দেখা গেল বুধবার। এদিন পথশিশু কচি কাঁচা দের মুখে স্নিগ্ধ হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছিল টিব্যাক । এই অতি মহামারির মধ্যেও কর্তব্যে অবিচল থেকে পুজোয় নতুন জামা তুলে দিল টিব্যাক। যাদের কাছে পূর্ণিমার চাঁদ শুধুই যেন ঝলসানো রুটি, তারা এই উপহার পেয়ে খুশিতে উদ্বেল।

প্রসঙ্গত, বিদ্যালয় স্বীকৃত ও সরকার নিবন্ধিত একমাত্র প্রাক্তনী সংগঠন টিব্যাকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন কার্যকরী সভাপতি গৌতম নাগ, সাধারণ সম্পাদক পার্থ সারথি সাহা, অন্যতম সদস্য দেবজিৎ দাস প্রমুখ ।

বুধবার বিকেলে হেদুয়া পার্কের সামনে এই সুন্দর অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল । ছোটদের উৎসাহ ছিল দেখার মতো। সকল সুরক্ষা বিধি মেনে সবার হাতে পুজোর নতুন পোশাক, মাস্ক , স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- করোনা আবহে পুজো নিয়ে কী কথা লিখলেন শ্রীজাত?

Previous articleকরোনা আবহে পুজো নিয়ে কী কথা লিখলেন শ্রীজাত?
Next articleকানাই ধর লেন অধিবাসীবৃন্দের এবছরের থিম “ফিরে দেখা: শতরূপে শতবার”