দলবদলুদের আধিক্য? যুব মোর্চার সব জেলা কমিটি ভেঙে দিয়ে গুঞ্জন বাড়ালেন দিলীপ

বিজেপিতে বিগ ব্রেকিং। যুব মোর্চার জেলা প্রেসিডেন্ট সহ সবকটি জেলা কমিটি ভেঙে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সপ্তমীর দুপুরে একটি চিঠিতে এই নির্দেশ দিয়ে রাজ্য সভাপতি জানিয়েছেন, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলাগুলির দায়িত্বে থাকবেন বিজেপির জেলা সভাপতিরা।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সৌমিত্র খান যুব মোর্চার দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিটি নিয়ে বিতর্ক। কমিটি নিয়ে বারবার ভাঙা গড়া চলেছে। শুধু তাই জেলা কমিটিগুলির মধ্যে তীব্র অসন্তোষ। প্রায়শই একে অন্যের বিরুদ্ধে নেমে পড়ছেন, বিবৃতি দিচ্ছেন। এই অবস্থার মাঝে দলের মধ্যেই প্রশ্ন উঠছিল, যুব মোর্চা কার্যত দলবদলুদের আখড়া হয়ে উঠেছে। আদি বিজেপি কর্মী-নেতারা উপেক্ষিত। বাড়ছিল ক্ষোভ। তাই দ্রুত কড়া সিদ্ধান্ত নিলেন বিজেপি রাজ্য সভাপতি।

এরমধ্যে এদিন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটিতে নতুন ৭জনকে নেওয়া হয়েছে। লক্ষ্যণীয় দুই মুখ। একজন অবশ্যই মুকুল সহচর শঙ্কুদেব পণ্ডা। অন্যজন অভিনেত্রী রিমঝিম মিত্র।

বৃহস্পতিবার রাতে যুব মোর্চার সভাপতি সৌমিত্র খানের সাক্ষর করা চিঠিতে দেখা যাচ্ছে, তিনজন ভাইস প্রেসিডেন্টকে রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। শঙ্কুদেব পণ্ডা ছাড়াও এসেছেন দিগ্বিজয় সিং এবং অভিষেক সিংহানিয়া। অন্যদিকে সম্পাদক পদে রিমঝিমের পাশাপাশি এসেছেন সিন্টু সেনাপতি, সৌমিক রাহা ও পামেলা গোস্বামী।

সৌমিত্র খান-এর তরফে প্রকাশিত তালিকা

নতুন ৭জন সৌমিত্র খানের টিমে এলেও আলোচনা মূলত শঙ্কুদেব পণ্ডা ও রিমঝিম মিত্রকে নিয়ে। রিমঝিমকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল চাঁদনি চত্বরে বিজেপির আইন অমান্য আন্দোলনে। গ্রেফতারও হন। যদিও মাঝেমধ্যে তাঁকে মিটিং মিছিলে দেখা গিয়েছে। অন্যদিকে শঙ্কুর বলা যায় রাজনৈতিক পুনর্জন্ম হলো। বিজেপিতে আসার পর মুকুল রায়ের ছায়াসঙ্গী হয়েই ঘুরতেন। বিজেপি কিংবা যুব মোর্চার প্রথম ধাপে কোথাও ছিলেন না। এবার এলেন। বিজেপির অন্দরমহলের দাবি, আসলে এর পিছনে শঙ্কুর রাজনৈতিক গুরুর অবদানই বেশি। কারণ, বিগত এক বছরে তার কার্যত কোনও রাজনৈতিক ভূমিকাই ছিল না।

বিজেপি সভাপতির স্বাক্ষর করা নয়া বিজ্ঞপ্তি

আরও পড়ুন: “ভারত ‘ফিলথি’, বাতাসও নোংরা”, বন্ধু মোদির দেশকে বললেন ডোনাল্ড ট্রাম্প

কিন্তু জেলা কমিটিগুলিকে ভেঙে দেওয়ার পর এবার কী রাজ্য কমিটিতে হাত পড়বে? আরও কড়া সিদ্ধান্ত কী অপেক্ষা করছে সৌমিত্র খানের কমিটির জন্য? আপাতত অপেক্ষা।