ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ, শুক্রবার থেকে ফের চালু হলো কলকাতা-পোর্ট ব্লেয়ারের উড়ান। পুজোর মরশুমে যখন কার্যত হাত পা বাঁধা বাঙালির তখন তাঁদের মুখে হাসি ফোটাচ্ছে এই খবর।

জানা গিয়েছে, আপাতত সপ্তাহে দুদিন চলবে কলকাতা-পোর্টব্লেয়ার উড়ান। সোমবার ও শুক্রবার সকাল ৫টা ৫০ মিনিট কলকাতা থেকে মিলবে বিমান। যাত্রী পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে এয়ার ইন্ডিয়ার দুটি উড়ান। তবে এক্ষেত্রে মানতে হবে বেশ কিছু নিয়ম। বিমানে উঠতে গেলে অবশ্যই মানতে কোভিড বিধি। পরতে হবে মাস্ক। মোবাইলে থাকা চাই আরোগ্য সেতু অ্যাপ।


করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। বন্দে ভারত মিশনের হাত ধরে ধাপে ধাপে পরিষেবা চালু হয়েছে। কিন্তু বহু শহর ঘুর গন্তব্যে যাওয়া কিছু চার্টাড প্লেন বাদ দিলে কোনও উড়ানই পোর্টব্লেয়ারে অবতরণ করেনি।

আরও পড়ুন:উড়ানের মধ্যেই মৃত্যু করোনা সংক্রমিত মহিলার, যাত্রী নিরাপত্তা ঘিরে প্রশ্ন

