মহাসপ্তমীর দিন প্রকাশিত রাজ্যের করোনা-বুলেটিন জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৪,১৪৩ জন৷ পুজোর বাজারে জনস্রোত শুরু হওয়ার সময় থেকেই রাজ্যে সংক্রমণ বাড়ছে৷ প্যান্ডেল -হপিংকেও অনেকে দায়ি করছেন৷ কয়েক দিন আগে থেকেই বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজারের উপরেই আছে৷ শুক্রবার নিয়ে পর পর ৪দিন এমন হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে কলকাতায় সব থেকে বেশি মানুষ নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন৷ সংখ্যা ৮৯৬ জন।

এ দিন প্রকাশিত স্বাস্থ্য দফতর বুলেটিন বলছে:

🔴 গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪,১৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

🔴 গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬০ জনের।
🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪১,৪২৬ জন।

🔴 রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬, ৩৬৮ জন।

🔴 শেষ ২৪ ঘন্টায় কলকাতায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

🔴 উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৬ জন।

🔴 এ ছাড়াও মৃত্যু হয়েছে
হাওড়ায় ৬ জন,

নদিয়ায় ৪ জন,

পূর্ব মেদিনীপুরে ৩ জন

দক্ষিণ ২৪ পরগনায় ২ জন
🔴 দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৮৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷
🔴 হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের সংখ্যা দু’শো ছাড়িয়েছে।
🔴 রাজ্যের বহু জেলায় এ দিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক।
হুগলিতে ১৯৭
পশ্চিম বর্ধমানে ১৩৮
পূর্ব বর্ধমানে ১০১
পূর্ব মেদিনীপুরে ১৩৯
পশ্চিম মেদিনীপুরে ১২০
নদিয়ায় ১৬১
জলপাইগুড়িতে ১৪২
দার্জিলিং-এ ১৮৯
🔴 করোনা-আক্রান্ত এবং মৃতের সংখ্যা এতখানি বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একইসঙ্গে উৎকণ্ঠা বাড়াচ্ছে সুস্থতার হার নিম্নমুখী হওয়ায়।
আরও পড়ুন- আমিরশাহিতে পৌঁছলেন হ্যারি, স্মৃতি, ঝুলনরা, শুরু হতে চলেছে ওমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট