আমিরশাহিতে পৌঁছলেন হ্যারি, স্মৃতি, ঝুলনরা, শুরু হতে চলেছে ওমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট

আরব আমিরশাহিতে পৌঁছে গেলেন হরমনপ্রীত কউর, মিতালি রাজ, ঝুলন গোস্বামী, স্মৃতি মন্ধনারা। শুরু হতে চলেছে ওমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট। আসর জমে উঠেছে মরু শহরে। নিয়মমাফিক আমিরশাহিতে ছ’দিন কোয়ারেন্টাইনে থাকবেন তাঁরা। কোভিড পরিস্থিতিতে ক্রিকেটে যাবতীয় নিয়ম মেনেই অর্থাৎ পিপিই-কিট পরে বিমানে বসে থাকা হরমনপ্রীতদের ছবি টুইট করা হয়েছে। সুপারনোভাসের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। ট্রেলব্লেজার্সের ক্যাপ্টেন হলেন স্মৃতি মন্ধনা ও ভেলোসিটি দলের ক্যাপ্টেন হলেন মিতালি রাজ। বাংলার ঝুলন গোস্বামী রয়েছেন স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেলব্লেজার্স দলে।

ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এবার মহিলাদের আইপিএলে খেলবেন। এবার মহিলাদের আইপিএলে প্রথমবার থাইল্যান্ডের একজন ক্রিকেটার খেলবেন। থাইল্যান্ডের নত্তহাকম চন্তম দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসাবে হাফ সেঞ্চুরি করেছিলেন। চার ম্যাচের টুর্নামেন্ট হবে আরব আমিরশাহিতে।

প্রতিটি খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়। রইল ওমেন্স টি-টোয়েন্টি’র সূচি…

৪ নভেম্বর: সুপারনোভাস বনাম ভেলোসিটি
৫ নভেম্বর: ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্স
৭ নভেম্বর : ট্রেলব্লেজার্স বনাম সুপারনোভাস
৯ নভেম্বর: ফাইনাল ম্যাচ

আরও পড়ুন-নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ! মিউট করুন ইচ্ছা মতো

Previous articleনতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ! মিউট করুন ইচ্ছা মতো
Next articleঅতিমারি সহায়তা; বাংলাদেশকে একশো ভেন্টিলেটর দিচ্ছে যুক্তরাষ্ট্র