Thursday, August 28, 2025

এবছর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে করোনা আবহে দুর্গাপুজো হচ্ছে। এবার কেন্দ্রীয় সংস্থা, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার (এনএমসিজি)র মেনে পুজোর ভাসানের জন্য জোরদার পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

আরও পড়ুন : কালীঘাটে গিয়ে এবার আর বিজয়া নয়

ভাসানের দূষণ এড়াতে চলতি বছরে নতুন পাইলট প্রজেক্ট গ্রহণ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বুধবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র ও সদস্য সচিব রাজেশ কুমার জানিয়েছেন, লেক টাউনের দেবীঘাট ও দমদম পার্কের ৪ নম্বর ট্যাঙ্কে এই পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে। দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজো, কালীপুজোর ভাসান এবং ছট পর্যন্ত এই ব্যবস্থা থাকবে।

পর্ষদের চেয়ারম্যান আরও বলেন, লেকটাউন এবং দমদম পার্কের দু’টি পুকুরের ঘাট ঘিরে এমন ভাবে সিন্থেটিক লাইনার লাগানো হবে, যাতে ভাসান-বর্জ্য জলে না পড়ে। প্রতিমা বিসর্জনের পরপরই সেই আবর্জনা সরিয়ে দেওয়া হবে।’ পর্ষদ সূত্রের খবর, উত্তর কলকাতা ও উত্তর শহরতলির কয়েকশো পুজোর প্রতিমা ওই দু’টি পুকুরে বিসর্জন দেওয়া হতে পারে। পর্ষদের এক কর্তার বক্তব্য, ‘আশা করা যায়, এর পর কলকাতা ও রাজ্যের অন্যত্রও এই ধরনের ব্যবস্থা নেওয়া যাবে।’

আরও পড়ুন : গঙ্গার বদলে প্রতিমা নিরঞ্জন হবে পুকুরে: দূষণ নিয়ন্ত্রক পর্ষদ

প্রতি বছর, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এমন ভাবেই ভাসানের বন্দোবস্ত করে। এ ক্ষেত্রে সেই পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান জানান, বিসর্জনের দূষণ এড়াতে পুজোর ফুল, পাতা নদীতে পড়া আটকানোর ব্যবস্থা করা-সহ কী কী নিয়ম মানতে হবে, তা নিয়ে এনএমসিজি-র নির্দেশিকা রয়েছে। তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য ইতিমধ্যেই সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন।

এর পাশাপাশি, পুজোর সময়ে যে কোনও রকম পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য বুধবারই চালু হয়েছে পর্ষদের কন্ট্রোল রুম। নবমী অর্থাৎ রবিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পর্ষদের কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের নম্বর হল ১৮০০-৩৪৫-৩৩৯০। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য পর্ষদের তরফে বিশেষ দল গড়া হয়েছে।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version