Saturday, May 3, 2025

প্যান্ডেল হপিং ? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় রেকর্ড সংক্রমণ, ৮৯৬ জন আক্রান্ত

Date:

মহাসপ্তমীর দিন প্রকাশিত রাজ্যের করোনা-বুলেটিন জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৪,১৪৩ জন৷ পুজোর বাজারে জনস্রোত শুরু হওয়ার সময় থেকেই রাজ্যে সংক্রমণ বাড়ছে৷ প্যান্ডেল -হপিংকেও অনেকে দায়ি করছেন৷ কয়েক দিন আগে থেকেই বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজারের উপরেই আছে৷ শুক্রবার নিয়ে পর পর ৪দিন এমন হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে কলকাতায় সব থেকে বেশি মানুষ নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন৷ সংখ্যা ৮৯৬ জন।

এ দিন প্রকাশিত স্বাস্থ্য দফতর বুলেটিন বলছে:

🔴 গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪,১৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

🔴 গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬০ জনের।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪১,৪২৬ জন।

🔴 রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬, ৩৬৮ জন।

🔴 শেষ ২৪ ঘন্টায় কলকাতায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

🔴 উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৬ জন।

🔴 এ ছাড়াও মৃত্যু হয়েছে
হাওড়ায় ৬ জন,

নদিয়ায় ৪ জন,

পূর্ব মেদিনীপুরে ৩ জন

দক্ষিণ ২৪ পরগনায় ২ জন

🔴 দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৮৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷

🔴 হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের সংখ্যা দু’শো ছাড়িয়েছে।

🔴 রাজ্যের বহু জেলায় এ দিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক।
হুগলিতে ১৯৭

পশ্চিম বর্ধমানে ১৩৮

পূর্ব বর্ধমানে ১০১

পূর্ব মেদিনীপুরে ১৩৯

পশ্চিম মেদিনীপুরে ১২০

নদিয়ায় ১৬১

জলপাইগুড়িতে ১৪২

দার্জিলিং-এ ১৮৯

🔴 করোনা-আক্রান্ত এবং মৃতের সংখ্যা এতখানি বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একইসঙ্গে উৎকণ্ঠা বাড়াচ্ছে সুস্থতার হার নিম্নমুখী হওয়ায়।

আরও পড়ুন- আমিরশাহিতে পৌঁছলেন হ্যারি, স্মৃতি, ঝুলনরা, শুরু হতে চলেছে ওমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version