Saturday, August 23, 2025

প্যান্ডেল হপিং ? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় রেকর্ড সংক্রমণ, ৮৯৬ জন আক্রান্ত

Date:

মহাসপ্তমীর দিন প্রকাশিত রাজ্যের করোনা-বুলেটিন জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৪,১৪৩ জন৷ পুজোর বাজারে জনস্রোত শুরু হওয়ার সময় থেকেই রাজ্যে সংক্রমণ বাড়ছে৷ প্যান্ডেল -হপিংকেও অনেকে দায়ি করছেন৷ কয়েক দিন আগে থেকেই বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজারের উপরেই আছে৷ শুক্রবার নিয়ে পর পর ৪দিন এমন হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে কলকাতায় সব থেকে বেশি মানুষ নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন৷ সংখ্যা ৮৯৬ জন।

এ দিন প্রকাশিত স্বাস্থ্য দফতর বুলেটিন বলছে:

🔴 গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪,১৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

🔴 গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬০ জনের।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪১,৪২৬ জন।

🔴 রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬, ৩৬৮ জন।

🔴 শেষ ২৪ ঘন্টায় কলকাতায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

🔴 উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৬ জন।

🔴 এ ছাড়াও মৃত্যু হয়েছে
হাওড়ায় ৬ জন,

নদিয়ায় ৪ জন,

পূর্ব মেদিনীপুরে ৩ জন

দক্ষিণ ২৪ পরগনায় ২ জন

🔴 দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৮৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷

🔴 হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের সংখ্যা দু’শো ছাড়িয়েছে।

🔴 রাজ্যের বহু জেলায় এ দিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক।
হুগলিতে ১৯৭

পশ্চিম বর্ধমানে ১৩৮

পূর্ব বর্ধমানে ১০১

পূর্ব মেদিনীপুরে ১৩৯

পশ্চিম মেদিনীপুরে ১২০

নদিয়ায় ১৬১

জলপাইগুড়িতে ১৪২

দার্জিলিং-এ ১৮৯

🔴 করোনা-আক্রান্ত এবং মৃতের সংখ্যা এতখানি বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একইসঙ্গে উৎকণ্ঠা বাড়াচ্ছে সুস্থতার হার নিম্নমুখী হওয়ায়।

আরও পড়ুন- আমিরশাহিতে পৌঁছলেন হ্যারি, স্মৃতি, ঝুলনরা, শুরু হতে চলেছে ওমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version