কালীঘাটে গিয়ে এবার আর বিজয়া নয়

এবার বিজয়ায় কালীঘাটে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আর শুভেচ্ছা বা প্রণাম জানানো যাবে না। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার এই খবর জানান।

পার্থ সপ্তমীর দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কোভিড পরিস্থতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেত্রী। সাধারণ মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়েন তাই এই সিদ্ধান্ত। আর এই কথা যেন সকলে একযোগে প্রচার করেন, এমন অনুরোধ তাঁর। হয় ভার্চুয়াল নয়তো ফোনে বা ভিডিও কলিংয়ে দলীয় নেতা কর্মী, শিল্পী থেকে শুরু করে ব্যবসায়ী, খেলোয়াড়দের বিজয়া সারতে হবে।

আরও পড়ুন- ‘মোদি পরিযায়ী শ্রমিকদের প্রণাম করেন, কিন্তু সাহায্য নয়’, বিহারে সরব রাহুল