Saturday, August 23, 2025

যা পূরণ করতে পারব, সেই প্রতিশ্রুতি দেব- ইস্তেহারে দাবি তেজস্বীর

Date:

নির্বাচনে জিততে এমন প্রতিশ্রুতি দেব না, যা কোনও দিন পূরণ করতে পারব না- শনিবার আরজেডি-র নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে জানালেন তেজস্বী যাদব। রাষ্ট্রীয় জনতা দলের এবারের বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালু পুত্র। নীতীশ কুমারের প্রবল প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এই তরুণ রাজনীতিবিদ।

শনিবার সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। সেখানেই তিনি বলেন, “চাইলেই ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিতে পারতাম, কিন্তু জানি তা সম্ভব নয়”। রাজনৈতিক মহলের মতে, শাসক-শিবিরের ছক বুঝতেই বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশে দেরি করেছে আরজেডি।

আরও পড়ুন : দাবি মানেনি নির্যাতিতা, গণধর্ষণের ভিডিও ভাইরাল করল অভিযুক্তরা!

তবে, নির্বাচনী ইস্তেহারে একেবারেই যে প্রতিশ্রুতি নেই তা নয়। তেজস্বী যাদবের কথায়, বিধানসভা নির্বাচনে জিতলে রাজ্যের ১০ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করবে তাঁদের সরকার। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। আসন্ন ভোটে বিহারবাসী তাঁদের সমর্থন করলে ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি একে-একে পূরণ করা হবে বলেও জনিয়েছেন তিনি। “জিতে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ইস্তেহারে দেওয়া ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি যেন পূরণ করতে পারি।’’

আরও পড়ুন : লালু বেরোবেন ৯ নভেম্বর, পরদিন নীতীশের বিদায়, খোঁচা তেজস্বীর

দিন কয়েক আগেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা দলের নেত্রী নির্মলা সীতারমণ। বিহারে ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীর জন্য ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। একইসঙ্গে বিজেপির ইস্তেহারে রাজ্যে বিনামূল্যে করোনা টিকা প্রয়োগেরও প্রতিশ্রুতি রয়েছে। যা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে বিজেপির কর্মসংস্থানের প্রতিশ্রুতিকেই মাত দিতে চাইছে আরজেডি।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version