২৯ অক্টোবর দিল্লি, ১ নভেম্বর থেকে কলকাতায় যাবে বিমান

- খায়রুল আলম , ঢাকা

এয়ার বাবল চুক্তির অধীনে দীর্ঘ ৭ মাস পর ভারতের দিল্লি ও কলকাতায় ফ্লাইট শুরু করতে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার বিমান বাংলাদেশের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে জানানো হয়েছে, দিল্লিতে ২৯ অক্টোবর থেকে চালু করা হবে বিমান। ১ নভেম্বর থেকে কলকাতায় বিমান পরিষেবা শুরু হবে।এছাড়া ভারতে পৌঁছনোর পর নিজের খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। শুধু তাই নয়। যে সব যাত্রী বাংলাদেশ থেকে ভারতে আসবেন, তাঁদের আগেই করোনা পরীক্ষা করাতে হবে। সেই কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেখালে, তবেই মিলবে ওড়ার অনুমতি।

আরও পড়ুন : জোড়া বাছুর উৎপাদনে সাফল্য ; প্রযুক্তি শিঘ্রই মাঠপর্যায়ে যাবে

করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে।

Previous articleজোড়া বাছুর উৎপাদনে সাফল্য ; প্রযুক্তি শিঘ্রই মাঠপর্যায়ে যাবে
Next articleতিন যুবকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাথরবাহী ট্রেনের