ইস্তফা নয়, তবে দিল্লি ছাড়া দিলীপের সঙ্গে বসবেন না সৌমিত্র

যুবমোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন সভাপতি সৌমিত্র খান। রটে যায় তিনি ইস্তফা দিচ্ছেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যুবর সব জেলা কমিটি ভেঙে দিতেই সৌমিত্রর গোঁসা। এদিকে দিলীপবিরোধী নেতারা বোঝান ইস্তফা দেওয়া ঠিক হবে না। এরপর সৌমিত্রর সর্বশেষ অবস্থান: তিনি যদি সভাপতি থাকেন, দিল্লির নেতাদের মধ্যস্থতা ছাড়া দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে বসবেন না। দিলীপ অবশ্য এসব পাত্তাও দিচ্ছেন না। তৎকাল ও পরিযায়ী নেতারা উপদলীয় কাজ করে যেভাবে দলটাকে লাটে তুলছে, তিতিবিরক্ত হয়ে এবার দল বাঁচাতে পাল্টা ব্যবস্থা নিচ্ছেন দিলীপ ঘোষ। গোটা আদি বিজেপি এবং আর এস এস তাঁর সঙ্গে রয়েছে।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে অপমান করলেন মুকুলের ছায়াসঙ্গী!