মহাষ্টমীর সন্ধ্যায় রাজ্যপাল যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি

শারীরিকভাবে অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে মহাষ্টমীর সন্ধ্যায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জানা গিয়েছে, ফুল-মিষ্টি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ।এই সাক্ষাৎ একদমই সৌজন্যমূলক৷ মূলত, দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতেই রাজ্যপাল বুদ্ধবাবুর বাড়ি যাচ্ছেন । এর আগেও একবার সৌজন্য-সাক্ষাৎ করতে ধনকড় সস্ত্রীক গিয়েছিলেন বুদ্ধদেববাবুর পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে ৷ রাজ্যপালের এই কর্মসূচি পূর্বনির্ধারিত বলেই জানানো হয়েছে৷

আরও পড়ুন: ইস্তফা নয়, তবে দিল্লি ছাড়া দিলীপের সঙ্গে বসবেন না সৌমিত্র

করোনা-আবহে বুদ্ধদেববাবু অতিরিক্ত নিরাপত্তা বজায় রেখেই নিজের ফ্ল্যাটে গত ৬-৭মাস যাবৎ আছেন৷ এরই মাঝে শনিবার রাজ্যপাল তাঁর বাসভবনে যাবেন৷ বুদ্ধদেববাবুর পরিবারের সূত্রে জানা গিয়েছে, দলীয় মুখপত্রের চিত্র সাংবাদিক ছাড়া অন্য কোনও সংবাদমাধ্যমের ফ্ল্যাটে প্রবেশাধিকার নেই৷ রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ছাড়া সাক্ষাতের সময় আর কাউকে প্রবেশ করতেও দেওয়া হবে না ফ্ল্যাটে । বাইরের ভিড় যাতে না হয়, সেকারনে ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Previous articleনামেই করোনা ! উত্তর দিতে দিতে হয়রান ব্রিটেনের এক ব্যক্তি
Next articleপাচারের আগেই ২০ কোটি টাকার হেরোইন আটক ওয়াটগঞ্জে, গ্রেপ্তার ২