জল্পনা উড়িয়ে রোহনপ্রীতের সঙ্গেই বিয়ে সারলেন নেহা

বিয়ে সেরে ফেললেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। বিয়ে সারলেন রোহনপ্রীত সিং-এর সঙ্গে। দিল্লির এক গুরুদুয়ারাতে সব নিয়ম-নীতি মেনে পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন নেহা কক্কর। বলিউডের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সুন্দর করে সাজানো হয়েছিল নেহার বিয়ের আসর।

আগেই নিজেদেরকে ‘নেহুপ্রীত’ বলে পরিচয় করিয়েছেন নেহা এবং রোহনপ্রীত। হলদি, মেহেন্দি, সঙ্গীতের বহু ছবি নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘নেহুপ্রীত’। তাঁদের বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়েতে নেহা পরেছিলেন পেইল পিংক রঙের লেহাঙ্গা। রোহনের পোশাকেও ছিল রঙ মিলান্তি…পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে তলোয়ার। নেহার দাদা টনি কক্করকেও জমিয়ে নাচতে দেখা গেল বিয়ের অনুষ্ঠানে।

আরও পড়ুন-সুরুচি সংঘে সপরিবারে নুসরত-সৃজিত, অঞ্জলির পরে ঢাকের তালে নৃত্য