Tuesday, November 11, 2025

দুঃসময়ে আড়ম্বর নয়: সরকারি অনুদান ফেরাল হাওড়ার পুজো কমিটি

Date:

দুঃসময়ে আড়ম্বর নয়। বরং অর্থ প্রয়োজন দুঃস্থ মানুষদের। সেই কারণে সরকারি অনুদান ফেরাল হাওড়ার এক পুজো কমিটি। দুর্গাপুজো কমিটিগুলোকে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাওড়ার বাজেশিবপুরের মিতালী সংঘের তরফে জানানো হয়েছে, এই দুর্যোগের সময় দুর্গা পুজোর জন্য অনুদান তাদের প্রয়োজন নেই। সেই টাকা রাজ্যের দুঃস্থ মানুষদের জন্য সরকার খরচ করলে বেশি ভাল হয়। পুজো প্রাঙ্গণে একটি ফ্লেক্স টাঙানো হয়েছে। সেই ফ্লেক্সে লেখা রয়েছে, “এই অন্ধকারে আড়ম্ভর নয়। প্রতিষ্ঠার সময় থেকেই বাজেশিবপুর মিতালী সংঘ শুধুমাত্র সভ্যদের কাছ থেকে অনুদান গ্রহণ করে। তাই আমরা সরকারের ৫০ হাজার টাকা অনুদান ফিরিয়ে দিয়েছি।”

মিতালী সংঘের পক্ষ থেকে শমীক তালুকদার জানান, তাঁদের ক্লাব বরাবর অনুদান ছাড়াই পুজো আয়োজন করে এসেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও তাঁরা ৫০ হাজারর জন্য কোনো আবেদন করেননি। কিন্তু পুজো আয়োজনের অনুমতির জন্য পুলিসের কাছে দিতে হয় ক্যানসেল চেক। সেই মতো ব্যাংক অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নেন, এই সময়ে তাঁরা কোনও সরকারি অনুদান নেবেন না। সরকারি অ্যাকাউন্টে অনুদানের টাকা ফিরিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

করোনা আবহে এবার রাজ্য ৩৭ হাজার পুজো কমিটির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই প্রথম রাজ্যের কোনও ক্লাব সেই অনুদানের টাকা সরকারকে ফিরিয়ে দিল। পুজো কমিটির এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে।

আরও পড়ুন-৯দিন ৯রাত যুদ্ধের পর অসুর নিধন করে বিজয়া হয়েছিলেন দেবী দুর্গা

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version