Thursday, August 21, 2025

ভূস্বর্গের জমি এবার হাতের মুঠোয়, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

যে কোনও দেশবাসী এবার জমি কিনতে পারেন কাশ্মীরে। বিজ্ঞপ্তি জারি করে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিজ্ঞপ্তি অনুসারে কাশ্মীরে যেকেউ জমি কিনতে পারেন।

কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ও অর্ডার জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। ফলে কেন্দ্রশাসিত কাশ্মীরে নতুন করে ২৬টি আইন গৃহীত হয়েছে। ৩৭০ ধারা বাতিলের পরেই এই নির্দেশিকা জারি করা হয়।

করোনা আবহে এই সিদ্ধান্তের জেরে কাশ্মীরের আর্থিক হাল ফিরবে বলে আশা কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, ভূস্বর্গে পর্যটন আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

এতদিন কাশ্মীরের যে বিশেষ ক্ষমতা ছিল তাতে ভূস্বর্গে জমি বাড়ি কিনতে হলে সেই রাজ্যের বাসিন্দা হওয়া জরুরি ছিল। কাশ্মীরের নাগরিক হওয়ার পরিচয় পত্র থাকলে তবেই সেখানে জমি, বাড়ি অথবা ব্যবসা করা যেত। বাইরের রাজ্যের বাসিন্দাদের অনুমতি ছিল না।

২০১৯ সালের ৫ অগাস্ট কাশ্মীরের বিশেষ ক্ষমতার বিলোপ ঘটায় মোদি সরকার। কাশ্মীর ও লাদাখকে ভাগ করে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে গৃহবন্দি করে রাখা হয় কাশ্মীরের কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের ও রাজনৈতিক নেতাদের। সম্প্রতি তাঁরা মুক্তি পেয়েছেন। আর তারপরেই কাশ্মীরের ৩৭০ ধারা বহাল রাখার জন্য জোট বাঁধতে শুরু করেন বিরোধীরা। সূত্রের খবর, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা থেকে মেহবুবা মুফতি- সকলেই কাশ্মীরের বিশেষ অধিকার ফিরয়ে আনার জন্য জোট বাঁধছেন।

আরও পড়ুন- ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে আনলক ৫-এর নিয়মবিধি, নির্দেশিকা জারি কেন্দ্রের

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version