এবার করোনা আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

এবার মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

ফিফার পক্ষ থেকে দেওয়া বিবৃতি জানানো হয়েছে, ৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে করোনার মৃদু উপসর্গ আছে। করোনা রিপোর্ট পজিটিভ আসার পরপরই তাঁকে ১০ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ফিফার বিবৃতিতে আরও বলা হয়েছে, “ফিফা সভাপতি ইনফান্তিনোর সংস্পর্শে সম্প্রতি যাঁরা এসেছেন, তাঁরা যেন কোনওরকম ঝুঁকি না নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন এবং খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফিফা আশাবাদী, খুব দ্রুত প্রেসিডেন্ট কোভিড-১৯ ভাইরাস থেকে সেরে উঠবেন।”

আরও পড়ুন- স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টের