Thursday, August 21, 2025

অনলাইন শুনানিতে নামমাত্র পোশাকে আইনজীবী! সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ক্ষুব্ধ, বিরক্ত

Date:

অনলাইন শুনানিতে নামমাত্র পোশাকেই হাজির আইনজীবী! চূড়ান্ত বিরক্ত সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি

করোনা আবহে বিচারব্যবস্থা অনেকটাই অনলাইন-নির্ভর। মামলার শুনানি হচ্ছে অনলাইনে।
সুপ্রিম কোর্টে এমনই এক অনলাইন শুনানিতে ঘটেছে অশোভন এক ঘটনা৷ সংশ্লিষ্ট মামলার আইনজীবী কার্যত নগ্ন শরীরেই হাজির হলেন শুনানিতে। যা দেখে চূড়ান্ত ক্রুদ্ধ, বিরক্ত হলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রা৷ এর পরই বিচারপতিদের স্পষ্টবার্তা, ওই আইনজীবীর এই কীর্তি ‘ক্ষমার অযোগ্য অপরাধ।’ যথাযথ পোশাক ছাড়া অনলাইন শুনানিতে হাজির হয়ে ওই আইনজীবী আদালত অবমাননা করেছেন বলে পুরোদস্তুর ভর্ৎসনা করেন বিচারপতিরা।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রার বেঞ্চে শুনানি চলছিল। মামলার বিষয়বস্তু, ‘সুদর্শন টিভি’তে সম্প্রচারিত এক অনুষ্ঠানে ধর্মীয় বিদ্বেষের অভিযোগ৷ এর আগে এই মামলা দিল্লি হাইকোর্টের বিচারাধীন ছিল এবং আদালত অনুষ্ঠান সম্প্রচারের উপর স্থগিতাদেশ জারি করে৷ পরে ওই রায়ের বিরুদ্ধে মামলাটি শীর্ষ আদালতে আসে। মঙ্গলবার তার অনলাইন শুনানি চলাকালীন ক্যামেরায় দেখা যায়, আইনজীবী নামমাত্র পোশাকেই হাজির হলেন। তা দেখে চূড়ান্ত বিরক্ত হলেন বিচারপতিরা। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বারবার জানতে চান ওই আইনজীবীর নাম। কিন্তু তার আগেই অন্যায় করে ফেলেছেন, তা বুঝে শুনানি থেকে বেরিয়ে যান আইনজীবী। এরপর বিচারপতি চন্দ্রচূড় জানান, যে এই অপরাধ আদালত অবমাননার শামিল। বিচারপতি ইন্দু মালহোত্রার মতে, উনি যা করেছেন, তা ক্ষমার অযোগ্য অপরাধ।

বিচারাধীন মামলার অনলাইন শুনানিতে এমন বিপত্তি এই প্রথমই নয়। এর আগেও রাজস্থানের এক আইনজীবীকে অনলাইন শুনানি চলাকালীন ধূমপান করতে দেখা যায়। এর জন্য তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছিল। আরেক আইনজীবী স্রেফ স্যান্ডো গেঞ্জি গায়ে শুনানিতে এসেছিলেন। তারও জরিমানা হয়৷ আইনজীবীদের এ ধরনের কুৎসিত কাণ্ডকারখানা দেখে শীর্ষ আদালতের বিচারপতিরা স্পষ্টই জানিয়েছেন, অনলাইনে শুনানি চলছে বলে ড্রেস কোড কেউ মানবেন না, তেমনটা হবে না। সকলকে যথাযথ পোশাক পরেই নিজেদের কাজ করতে হবে।

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version