Sunday, August 24, 2025

ঘুমন্ত শিশুকে ট্যাক্সিতে ফেলেই নেমে গেলেন দম্পতি! তারপর যা ঘটলো

Date:

তাড়াহুড়োয় আমরা অনেক সময় ব্যাগ-ছাতা-মোবাইল ভুলে ফেলে যায় যাই বাস কিংবা ট্যাক্সিতে। কিন্তু তা বলে নিজের ঘুমন্ত সন্তানকেই বেমালুম ভুলে গেলেন দম্পতি! অবিশ্বাস্য! এবার এমনই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা।

ঘটনা গতকাল, একাদশীর দিন সন্ধ্যায়। বিধাননগর পুলিশ তাদের অফিসিয়াল সাইটে পুরো ঘটনাটির বর্ণনা দিয়েছেন। ইতিম‌ধ্যে অবশ্য ঘটনাটি স্যোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে, সম্প্রতি দমদম বিমানবন্দর থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে আলমবাজার ফিরছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তাঁদের সন্তানও। ক্লান্ত হয়ে ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটি। আলমবাজার পৌঁছে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যান ওই দম্পতি। বাচ্চা যে তাঁদের পাশেই ঘুমাচ্ছে তা বেমালুম ভুলেই যান তাঁরা।

অন্যদিকে, ট্যাক্সিচালকও খেয়াল না করে গাড়ি নিয়ে বেরিয়ে যান। কিছুটা যাওয়ার পর চালক খেয়াল করেন পিছনের সিটে বাচ্চাটি তখনও ঘুমিয়ে রয়েছে। তৎক্ষনাৎ ট্রাফিক গার্ডে বিষয়টি জানান। সেই চালকের সাহায্যেই বাচ্চাটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

এরপর শিশুটির বাবা থানায় এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে শিশুটির বাবা-মা-এর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কেউ কেউ এর তীব্র নিন্দাও করছেন। কীভাবে যে এইধরনের ভুল হতে পারে তা কিছুতেই কারও বোধগম্য হচ্ছে না।

আরও পড়ুন-আর অবনতি না হলেও, এখনও সঙ্কটজনক সৌমিত্র

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version