Sunday, August 24, 2025

ঘুমন্ত শিশুকে ট্যাক্সিতে ফেলেই নেমে গেলেন দম্পতি! তারপর যা ঘটলো

Date:

তাড়াহুড়োয় আমরা অনেক সময় ব্যাগ-ছাতা-মোবাইল ভুলে ফেলে যায় যাই বাস কিংবা ট্যাক্সিতে। কিন্তু তা বলে নিজের ঘুমন্ত সন্তানকেই বেমালুম ভুলে গেলেন দম্পতি! অবিশ্বাস্য! এবার এমনই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা।

ঘটনা গতকাল, একাদশীর দিন সন্ধ্যায়। বিধাননগর পুলিশ তাদের অফিসিয়াল সাইটে পুরো ঘটনাটির বর্ণনা দিয়েছেন। ইতিম‌ধ্যে অবশ্য ঘটনাটি স্যোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে, সম্প্রতি দমদম বিমানবন্দর থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে আলমবাজার ফিরছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তাঁদের সন্তানও। ক্লান্ত হয়ে ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটি। আলমবাজার পৌঁছে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যান ওই দম্পতি। বাচ্চা যে তাঁদের পাশেই ঘুমাচ্ছে তা বেমালুম ভুলেই যান তাঁরা।

অন্যদিকে, ট্যাক্সিচালকও খেয়াল না করে গাড়ি নিয়ে বেরিয়ে যান। কিছুটা যাওয়ার পর চালক খেয়াল করেন পিছনের সিটে বাচ্চাটি তখনও ঘুমিয়ে রয়েছে। তৎক্ষনাৎ ট্রাফিক গার্ডে বিষয়টি জানান। সেই চালকের সাহায্যেই বাচ্চাটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

এরপর শিশুটির বাবা থানায় এসে উপযুক্ত প্রমাণ দেখিয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে শিশুটির বাবা-মা-এর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কেউ কেউ এর তীব্র নিন্দাও করছেন। কীভাবে যে এইধরনের ভুল হতে পারে তা কিছুতেই কারও বোধগম্য হচ্ছে না।

আরও পড়ুন-আর অবনতি না হলেও, এখনও সঙ্কটজনক সৌমিত্র

 

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version