Thursday, August 21, 2025

করোনা ভ্যাকসিন সবার আগে পাবেন স্বাস্থ্যকর্মীরা, নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য ভবনের

Date:

Share post:

করোনা সঙ্কটকালে আক্লান্ত পরিশ্রম করেছেন তাঁরা। জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচিয়েছেন আক্রান্তদের। এবার তাই করোনা ভ্যাকসিন প্রথম স্বাস্থ্যকর্মীদের দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নিল রাজ্য। এবিষয়ে জেলায় জেলায় ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা চেয়ে সরকারি-বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ডায়গনস্টিক সেন্টারে চিঠি পাঠানো শুরু করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা।

স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা যারা রয়েছেন তাঁদের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে। দ্রুত তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভ্যাকসিনের বণ্টনে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : ফের করোনা শহিদ রাজ্য পুলিশের এক আধিকারিক
করোনার টিকা এলে কারা আগে পাবেন সে বিষয়ে সব রাজ্যকে প্রোটোকল তৈরি করতে বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের তরফে জানানো হয়েছে, কোভিড ভ্যাকসিন সবার আগে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। ৩০ অক্টোবরের মধ্যে স্বাস্থ্যকর্মী ও ডাক্তারি পড়ুয়াদের নামের তালিকা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পাঠাতে বলা হয়েছে।


সামনের বছর শুরু থেকেই দেশে করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা প্রবল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের কথায়, এক নয় একাধিক সংস্থার ভ্যাকসিন দেশের বাজারে চলে আসবে। এই কারণেই কাদের আগে ভ্যাকসিন দেওয়া হবে সে বিষয়ে গাইডলাইন তৈরির কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। আপাতত ঠিক হয়েছে রাজ্যগুলিকে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে নামের তালিকা জমা দিতে হবে। কেন্দ্রের তরফে একটি গাইডলাইন পাঠানো হয়েছে রাজ্যকে। সেই অনুযায়ী, রাজ্যগুলি ভ্যাকসিন দেওয়ার অগ্রাধিকার হিসেবে একটি তালিকা তৈরি করছে।

আরও পড়ুন : প্রাণ সংশয় ও খরচ বহনের ক্ষমতা থাকলে ‘জেড প্লাস’ নিরাপত্তা, নির্দেশ আদালতের
• প্রথমেই রয়েছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, ডাক্তারি পড়ুয়া।
• দ্বিতীয় স্তরে রয়েছে পুলিশ, প্রশাসন, মিউনিসিপ্যালিটির কর্মী।
• তৃতীয় স্তরে রয়েছে পঞ্চাশের বেশি বয়সের লোকজন।
• চতুর্থ স্তরে পঞ্চাশের কম কিন্তু কোমর্বিড রোগীরা।
এই চার বিভাগে থাকা লোকেদের তালিকা নভেম্বরের মাঝামাঝি জমা দিতে হবে কেন্দ্রকে। যাঁদের নাম থাকবে তালিকায় তাঁদের আধার কার্ড ও অন্যান্য পরিচয় পত্র জমা দিতে হবে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...