Tuesday, December 23, 2025

‘হিন্দুস্তানকো ঘুসকে মারা’, পুলওয়ামা হামলার দায় স্বীকার করে গর্ব পাক মন্ত্রীর!

Date:

Share post:

জম্মু -কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা চালানোর কৃতিত্ব দাবি করলেন পাকিস্তানের মন্ত্রী! এমনকী তার জন্য গর্ব প্রকাশও করলেন। বৃহস্পতিবার খোদ পাক পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর নির্লজ্জ স্বীকারোক্তি, ” হামনে হিন্দুস্তান কো ঘুসকে মারা।” অর্থাৎ আমরা ভারতে ঢুকে মেরেছি। মন্ত্রী বলেন, পুলওয়ামার সাফল্য ইমরান খানের নেতৃত্বে গোটা দেশের সাফল্য। আমরা সবাই এই সাফল্যের ভাগিদার। স্বয়ং মন্ত্রীর এই বিস্ফোরক স্বীকারোক্তির ফলে সর্বসমক্ষে আরও একবার স্পষ্ট হল, পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার জন্য দায়ি জঙ্গি রাষ্ট্র পাকিস্তানই। ঘটনার পর চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড মেনে ইমরান খানের প্রশাসন তখন দায় অস্বীকার করলেও হাটে হাঁড়ি ভেঙে দিলেন তাঁর সরকারের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। আর পাক মন্ত্রীর এই স্বীকারোক্তির পর পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ তথা পুলওয়ামার ঘটনা সম্পর্কে পাক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়ানো সহজ হবে ভারতের পক্ষে।

আরও পড়ুন: দার্জিলিং অথবা ডুয়ার্সে ফিরতে চান গুরুং, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার ইচ্ছে প্রকাশ বিনয়-অনীতের

প্রসঙ্গত, জম্মু – কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন এদেশের ৪০ জন জওয়ান। ঘটনার পর পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ হামলার দায় নিলেও পাক প্রশাসন এর সঙ্গে নিজেদের সম্পর্ক থাকার কথা অস্বীকার করে। যদিও শুরু থেকেই ভারতের অভিযোগের তির ছিল ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু এবার স্বয়ং পাক মন্ত্রীই নিজেদের সরকারের মিথ্যাচার ও ঘৃণ্য ষড়যন্ত্র ফাঁস করলেন। পার্লামেন্টে দাঁড়িয়ে শুধু দায় স্বীকারই নয়, উল্টে ভারতীয় জওয়ানদের খুন করাকে সাফল্য হিসাবে বর্ণনা করে কৃতিত্বও দাবি করলেন। স্বভাবতই এই বিস্ফোরক স্বীকারোক্তি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...