Friday, May 16, 2025

যোগীরাজ্যে ১০ বছর ‘বন্দি’ শ্রমিক, অবশেষে বাড়ি ফিরলেন বাংলার প্রৌঢ়

Date:

Share post:

অপরাধ তালিকায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে উত্তর প্রদেশ। খুন, ধর্ষণের মতো ঘটনা সীমা অতিক্রম করেছে এই রাজ্যে। সেই তালিকায় এবার যুক্ত হল এক নয়া অপরাধ। বাংলার এক শ্রমিককে দীর্ঘ ১০ বছর বিনা পারিশ্রমিকে বাঁধা শ্রমিক বা বেগার শ্রমিক হিসেবে কাজ করানোর অভিযোগ উঠল যোগীর রাজ্যে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ ১০ বছর কার্যত বন্দি থাকার পর কোনওমতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছেন পশ্চিমবঙ্গের ওই পরিযায়ী শ্রমিক।

সংবাদমাধ্যম সূত্রে খবর পেটের তাগিদে ১০ বছর আগে বাংলা ছেড়েছিলেন দক্ষিণ দিনাজপুরের গোপাল বাড়ির বাসিন্দা গুল্লু মার্ডি। ৬০ বছর বয়সী ওই শ্রমিক উত্তর প্রদেশ যাওয়ার পর পরিবারের সঙ্গে তার সব যোগাযোগ ছিন্ন হয়। সেখানেই এক ব্যক্তি তাকে বিনা পারিশ্রমিকে বাঁধা মজুর হিসেবে বছরের পর বছর কাজ করতে বাধ্য করে। পরিবার অনেক চেষ্টা করেও তার কোনও খোঁজ পায়নি। এরপর করোনা পরিস্থিতি চলাকালীন গত আগস্ট মাসে এক অপরিচিত ব্যক্তির ফোনে গুল্লুর খোঁজ পায় তার পরিবার। শেষ পর্যন্ত বাবাকে ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয় গুল্লুর সন্তানরা। দীর্ঘ ১০ বছর চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটানোর পর অবশেষে ১৭ অক্টোবর বাড়ি ফিরেছেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ।

অভিযোগ উঠেছে ভূপেন্দ্র সিং নামে উত্তরপ্রদেশের ফতেপুর জেলার এক ব্যক্তি দীর্ঘ দশ বছর আটকে রেখেছিল গুল্লুকে। এত বছর ধরে বিনা পারিশ্রমিকে বাড়ি মেরামতি ও নানা ধরনের কাজ করিয়ে নিয়েছে সে। ওই বৃদ্ধ যাতে বাড়ি ফিরতে না পারেন তার জন্য সমস্ত রকম বন্দোবস্ত করে অভিযুক্ত ভূপেন্দ্র। এই ঘটনার পর গত ২৪ মার্চ লকডাউনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকরা যখন ঘরে ফিরছিল তখন কোনওমতে সেখান থেকে পালিয়ে আসেন গুল্লু। কিন্তু বাড়ি ফিরতে পারেননি। কানপুরের ঘাটমপুর থানার মুরালিপুরে একটি স্কুলের ত্রাণ শিবিরে ঠাঁই হয় তাঁর। পরে ওই স্কুলেরই এক শিক্ষকের ফোনে গুল্লুর সঙ্গে কথা হয় তাঁর পরিবারের। আর্থিক সামর্থ্য না থাকায় প্রশাসনের দ্বারস্থ হয় গুল্লুর পরিবার। এরপর প্রশাসন ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় সম্প্রতি বাড়ি ফেরে সে।

আরও পড়ুন: লাগামছাড়া দাম রুখতে পদক্ষেপ, বিদেশে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

কিন্তু প্রশ্ন উঠছে এত বছর ধরে একজন ব্যক্তিকে এভাবে আটকে রাখার পরও কেন ওই অভিযুক্ত ভূপেন্দ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এ প্রসঙ্গে অবশ্য প্রশাসনের তরফে জানা গিয়েছে গুল্লুর পরিবার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের হলেই উত্তর প্রদেশে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে আপাতত গুল্লুর পরিবারকে সমস্ত রকম সরকারি সাহায্য পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন।

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...