দিলীপ ঘোষকে সরাচ্ছে দিল্লি? টিভির খবরে চাঞ্চল্য

রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে সরানো হচ্ছে দিলীপ ঘোষকে? আগামী ৫ নভেম্বর নতুন সভাপতি ঘোষিত হতে পারেন। একটি সর্বভারতীয় চ্যানেলে এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে বিপুল চাঞ্চল্য ছড়িয়েছে। দিলীপবাবুর বিরোধী শিবির রীতিমত উল্লসিত। অন্যদিকে দিলীপবাবুরা খোঁজখবর নিচ্ছেন। এখনও কোনো পাক্কা খবর নেই তাঁদের কাছে।

তবে সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণ দিলীপশিবিরের কাছে ধাক্কা ছিলই। তবে দিল্লি দিলীপ ঘোষকেও সরালে তা বহুরকম জল ঘোলা করবে। সাধারণ কর্মীদের কাছে তাঁর দারুণ গ্রহণযোগ্যতা। নতুন সভাপতি কে হবেন, সেইসব নামও শোনা যাচ্ছে। সাংসদ স্বপন দাশগুপ্ত থেকে লকেট চট্টোপাধ্যায়, একাধিক নাম জল্পনায় আছে। রাজ্যের ক্ষমতাসীনগোষ্ঠী অবশ্য এই জল্পনা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের কথায়, দিলীপ ঘোষ অপমানিত হলে ভোটে আত্মঘাতী ফল হবে।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ আইএসএলের সূচি ঘোষণা