Monday, August 25, 2025

দ্বিতীয় ডায়ালিসিসও সফল, চিকিৎসায় সাড়া দিলেও সঙ্কট কাটেনি সৌমিত্রর

Date:

এখনও উদ্বেগ কাটেনি। কাটেনি আশঙ্কা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে সঙ্কটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর দ্বিতীয়বার ডায়ালিসিস সম্পূর্ণ হয়েছে। আগামীকাল, শনিবার তৃতীয় ডায়ালিসিস হওয়ার কথা। এরপর অবস্থা বুঝে ব্যবস্থা। প্রয়োজন বুঝলে আরও ডায়ালিসিস হতে পারে বর্ষীয়ান অভিনেতার, এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

সূত্রে আরও জানা গিয়েছে, ৮৫ বছর বয়সী অভিনেতা চিকিৎসায় সাড়া দিলেও বা ডায়ালিসিস সফল হলেও তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। যদিও গত ৪৮ ঘণ্টায় নতুন করে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। বরং, তাঁর স্নায়ুর সমস্যায় কিছুটা উন্নতি হয়েছে। কাউকে চিনতে না পারলেও অভিনেতা মাঝেমধ্যে চোখ মেলে তাকাচ্ছেন। গ্লাসগো কোমা স্কেলে উন্নতি ধরা পড়ছে। স্কেলের মাত্রা ১৩ থেকে ১৫–এর মধ্যে থাকলে, তা স্বাভাবিক ধরে নেওয়া হয়। গতকাল স্কেলের হিসেব ছিল ৯ থেকে ১০–এর মধ্যে। আজ তাতে কিছুটা উন্নতি হয়ে স্কেলের মাত্রা ১১ থেকে ১২–এর আশেপাশে রয়েছে।

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম থাকায় ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে। তবে শরীরের বাকি অঙ্গ–প্রত্যঙ্গ আপাতত স্বাভাবিক নিয়মে কাজ করছে। ওষুধ না দিয়েও রক্তচাপ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। অভিনেতাকে ভেন্টিলেশনের বাইরে নিয়ে আসা যায়, সেই চেষ্টাই করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজ আইএসএলের সূচি ঘোষণা

চিকিৎসকদের দাবি, ফুসফুস থেকে শরীরের অন্যত্র যেভাবে সংক্রমণ ছড়িয়েছিল, তাতে ওষুধ প্রয়োগে কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নতুন করে আর সংক্রমণ ছড়াতে পারিনি।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version