Tuesday, November 11, 2025

গত ২৫ বছরের মধ্যে সোনার চাহিদা এখন সর্বনিম্নে পৌঁছে গিয়েছে। ক্রমশ পড়ছে সোনার বাজার। একদিকে বিক্রি কম, অন্যদিকে সোনার প্রতি চাহিদা কমছে ক্রেতাদের। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ভারতের ম্যানেজিং ডিরেক্টর সাম্প্রতিক এক সমীক্ষার ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সমীক্ষার হিসেব বলছে গত ২৫ বছরে এই প্রথম সর্বনিম্নে সোনার বিক্রি এবং সোনার চাহিদা দুটোই। এমনকী উৎসবের মরশুমেও ভালো বিক্রি হয়নি সোনা। ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ২৫২ টন। যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ কম। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ৪৯৬ টন। ২০২০ সালের শেষ ত্রৈমাসিক শেষ হওয়ার আগেই গোল্ড কাউন্সিলের মতে, ১৯৯৫ সালের পর থেকে এই প্রথম ভারতে সর্বনিম্নে সোনার চাহিদা।

গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে সোনার চাহিদা সর্বনিম্নে পৌঁছেছিল। ১৯৯৫ সালে সোনা বিক্রি হয়েছিল ৪৬২ টন। বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের শেষ ত্রৈমাসিকে যদি আরও ২০০ টন সোনা বিক্রিও হয়, তবু ১৯৯৫ সাল থেকে কম বিক্রির রেকর্ড তৈরি হবে।

আরও পড়ুন: Big Breaking: মন্ত্রিত্ব ছাড়বেন কালীপুজোর পর, তৃণমূল ছাড়ার মুখেই শুভেন্দু

গোল্ড কাউন্সিলের হিসেব, ১৯৯৫ সালে যেখানে সোনার চাহিদা ছিল ৪৬২ টন, সেখানে ২০২০ সালে ৪৫২ টন সোনার চাহিদা দেখা গিয়েছে। অক্টোবর মাসে বছরের সর্বাধিক সোনা বিক্রির রেকর্ড থাকে। অথচ এবছর মোট বিক্রির মাত্র ৬০ থেকে ৭৫ শতাংশ বিক্রি হয়েছে। তবে শুধু ভারত নয়, বিশ্ব জুড়েই সোনার চাহিদা এখন নিম্নমুখী। ২০২০ সালে বিশ্ব বাজারে প্রায় ১৯ শতাংশ কম চাহিদা রয়েছে সোনার।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version