Wednesday, November 5, 2025

তুরস্কে ভূমিকম্পে আরও বাড়ল মৃতের সংখ্যা, ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা

Date:

শুক্রবার সন্ধ্যায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের বিস্তীর্ণ এলাকা৷ স্থানীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশে সেফেরিহিসার জেলা থেকে ১৭.২৬ কিলোমিটার দূরে আজিয়ান সাগরের ১৬.৫৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়৷ ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬।

আরও পড়ুন : চলে গেলেন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় জেমস বন্ড স্যর শন কনারি

ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। ভেঙে পড়েছে বহু আবাসন। সেই ধ্বংসস্তূপ সরাতে শুরু করা হলে বাড়তে থাকে মৃতের সংখ্যা। প্রথমে খবর পাওয়া যায়, মৃতের সংখ্যা ছিল ৬, আহত হয়েছেন ২০০ জনের মতো৷ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৬ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত প্রায় ৮০০ জন৷ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এর্দোয়ান৷

এখনও পর্যন্ত বহুতলের ধসের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে৷ ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্কের ইজমির প্রদেশ। তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, বাড়তে পারে মৃতের সংখ্যাও৷ এই ভূকম্পের ফলে এজিয়ান সাগরে ছোট ছোট ঢেউয়ে সুনামি দেখা গিয়েছিল। যার কারণে জারি হয়েছে সুনামি সর্তকতা।

এদিকে এরপর থেকে প্রায় ১৯৬টি আফটার শক কম্পন অনুভব করা হয়েছে সেই এলাকায়। এখনও পর্যন্ত মোট ২৩ বার কেঁপে উঠেছে তুরস্ক, যেগুলির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪ এর বেশি৷

আরও পড়ুন : চোখের মধ্যে কৃমির বাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

অন্যদিকে, গ্রিসের স্যামোস দ্বীপেও গতকাল ভয়াবহ ভূমিকম্প হয়েছে৷ স্যামোস দ্বীপ থেকে ১৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল৷ আমেরিকার জিওলজিক্যাল সার্ভে বলছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭৷

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version