কলকাতা বিমানবন্দরে উদ্ধার হল কারুকার্য করা বহুমূল্যবান দুটি হাতির দাঁত। বেআইনি পাচারের অভিযোগে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক মহিলাকে আটক করেছে বলে জানা যাচ্ছে। তবে ওই মহিলার দাবি, তাঁর কাছে এই জিনিসগুলোর যথোপযুক্ত বৈধ কাগজপত্র রয়েছে এবং এগুলি তাঁর বাবার সংগৃহীত। তিনি সেগুলি দিল্লি থেকে কলকাতায় সেগুলি আনছিলেন।

আগে থেকে খবর পেয়ে কলকাতা বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ব্যুরোর অফিসাররা। সঙ্গে ছিলেন এয়ারপোর্ট NSCBI থানার আধিকারিকরা।


আরও পড়ুন: বেনজির পদক্ষেপ, বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় শিল্প সম্মেলন করবে বিজেপি

মহিলা বিমানবন্দরের নামার সঙ্গে সঙ্গেই ডিজাইন করা বহু প্রাচীন ও মূল্যবান ওই হাতির দাঁত দুটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী সোমবার বন দফতরের অফিসে ওই মহিলাকে কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে।

