মল্লারপুর কাণ্ডে নয়া মোড়: নিজেদের মত থেকে ১৮০ ডিগ্রি ঘুরলেন বাবা-মা

মল্লারপুর কাণ্ডে নয়া মোড়। আত্মহত্যাই করেছে ছেলে-১৮০ ডিগ্রি ঘুরে মত মৃতের বাবা-মায়ের। অভিভাবকদের শিখিয়ে পড়িয়ে বলাচ্ছে শাসকদল- অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। মৃত কিশোরের পরিবার তাদের দলের সমর্থক বলে দাবি বিজেপির। আর পুলিশের দাবি, আত্মহত্যা করেছে ওই কিশোর। আর পুলিশের দাবিকে সমর্থন করলেন সন্তানহারা বাবা-মা। তাঁদের দাবি, ছেলে আত্মহত্যা করেছে। আর মৃতের পরিবারের এই দাবিতেই ফের রাজনৈতিক চাপান-উতোর।

শিখিয়ে পড়িয়ে দিয়েছে শাসকদল- দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মা-বাবা উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ।

যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোগ, বিজেপি মিথ্যা বলছে।

আরও পড়ুন- নতুন প্রজন্মের হাত ধরে আজও চিরন্তন উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো

 

Previous articleনতুন প্রজন্মের হাত ধরে আজও চিরন্তন উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো
Next articleজল্পনা তীব্র হচ্ছে, পূর্ব মেদিনীপুরে গিয়ে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদ হাকিমের