Sunday, August 24, 2025

বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতে যাত্রা শুরু সি-প্লেনের

Date:

ভারতে যাত্রা শুরু করল সি-প্লেন পরিষেবা। আজ, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জলপথে এই অত্যাধুনিক পরিষেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহমেদাবাদের সবরমতি নদীতেই প্রথম ভাসল এই প্লেন। কেভাডিয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি থেকে সবরমতি নদী পর্যন্ত ২২০ কিমি দূরত্ব অতিক্রম করবে মাত্র ৪৫ মিনিটে বলে দাবি করা হচ্ছে। টিকিটের দাম ধার্য করা হয়েছে ১৫০০ টাকা। পরিষেবা দেবে স্পাইস জেট৷ দিনে দু’ বার আহমেদাবাদ থেকে কেভাডিয়া পর্যন্ত যাতায়াত করবে এই উড়ান৷ বিমানকর্মী সমেত মোট ১৯ জন যাত্রী নিয়ে উড়তে সক্ষম এই সি প্লেন৷ তার মধ্যে যাত্রী থাকবে ১২ জন৷

অনলাইনে এই সি- প্লেনের টিকিট বুক করা যাবে৷ জানা গিয়েছে, এই সি-প্লেনে সাধারণ মানুষের জন্য টিকিট শুরু হবে ১৫০০ টাকা থেকে৷ তবে চাহিদা অনুযায়ী দাম বাড়বে৷ অন্য একটি রিপোর্টে দাবি করা হয়েছে, টিকিটের দাম পড়বে ৪৮০০ টাকা মতো৷ spiceshuttle.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে৷

ঘণ্টায় ২৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই সি প্লেন৷ সাধারণ উড়ানের থেকে অনেকটাই কম উচ্চতায় ওড়ে এটি৷ সাধারণত পর্যটকদের নিয়ে একটানা দু’ ঘণ্টা ওড়ার পর থামতে হয় এই ধরনের সি- প্লেনকে৷ গুজরাত রাজ্যের পর্যটনে নতুন এই পরিষেবা বড় ভূূমিকা নিতে চলেছে বলেই আশা করা হচ্ছে৷ বিশেষত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয় হতে চলেছে এই বিমান৷ সি-প্লেন যখন নর্মদা নদীর উপর দিয়ে কেভাডিয়াতে অবতরণ করবে, সেই সময় আকাশ থেকে স্ট্যাচু অফ ইউনিটি এবং তার চারপাশের থিম পার্ক দেখতে পাবেন যাত্রীরা৷ যা এই উড়ান পরিষেবার অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে৷

এই ধরনের সি- প্লেন মলদ্বীপে দারুণ জনপ্রিয়৷ ভারতেও এই বিমানটি মলদ্বীপের মালে থেকে নিয়ে আসা হয়েছে৷ গুজরাতে যে সি- প্লেনটি আনা হয়েছে সেটি কানাডায় তৈরি৷ দেশে মোট ১৬টি রুটে সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে৷ গুজরাত ছাড়াও উত্তরাখণ্ড, আন্দামান এবং অসমের গুয়াহাটিতে এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে৷

 

আরও পড়ুন-সুশাসনের নিরিখে দেশের সেরা কেরল, সবশেষে যোগীর উত্তর প্রদেশ

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version