Sunday, May 4, 2025

মাদক মামলায় রেহাই মিলবে রিয়ার? শীর্ষ আদালতের রায়ের পর তুঙ্গে জল্পনা

Date:

কোনও তদন্তকারী সংস্থাকে দেওয়া অভিযুক্তের সাক্ষ্য বা অন্য কারোর সাক্ষ্য বা বিবৃতি প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য হবে না। এক্ষেত্রে একমাত্র পুলিশের দায়িত্বশীল অফিসারকে দেওয়া সাক্ষ্য বিবৃতিকে করা হবে। শুক্রবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকিবহল মহলের মতে, এই রায় সব থেকে বেশি প্রভাব পড়বে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মাদক মামলায়। কারণ, এতদিন পর্যন্ত যে কোনও মামলায় সাক্ষ্য বা বিবৃতির ভিত্তিতে তদন্ত করেছে এনসিবি।

এদিনের রায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, কে কী বলল সেই বয়ান আর গ্রাহ্য করা হবে না। তার বদলে ব্যাংকের লেনদেন বা সরাসরি প্রমাণ দাখিল করতে হবে তদন্তকারীদের। স্পষ্টতই, শীর্ষ আদালতের এই রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কারণ অভিনেতার মৃত্যুর পর মাদক মামলায় রিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে তা মূলত বিবৃতি ও সাক্ষ্যকে ভিত্তি করে। শীর্ষ আদালতের এই রায়ের পর অনেকেই মনে করছেন মাদক মামলা থেকে রেহাই পেতে পারেন রিয়া চক্রবর্তী।

সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিংটন এফ নরিম্যান সুজিত সিনহা জানিয়েছেন, রাজস্ব গোয়েন্দা, আধা সামরিক, এনসিবি, শুল্ক, সশস্ত্র বাহিনী অফিসারদের নেওয়া সাক্ষ্যকে প্রামাণ্য নথি হিসেবে ধরা হবে না। তাঁরা আরও জানিয়েছেন, আটক ব্যক্তিকে পুলিশের দায়িত্বশীল অফিসারের হাতে তুলে দিতে হবে। একমাত্র পুলিশ অফিসারই অভিযুক্ত, সাক্ষীর বিবৃতি রেকর্ড করতে এবং মামলা করতে পারবেন। মামলার পর এনসিবি বা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য সম্পর্কিত প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে।

আরও পড়ুন-সুশাসনের নিরিখে দেশের সেরা কেরল, সবশেষে যোগীর উত্তর প্রদেশ

 

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version