Saturday, August 23, 2025

সুশাসনের নিরিখে দেশের সেরা কেরল, সবশেষে যোগীর উত্তর প্রদেশ

Date:

ভাল শাসনব্যবস্থার নিরিখে দেশের মধ্যে সেরা রাজ্যের তালিকা স্থান পেল বাম শাসিত রাজ্য কেরল। একই সঙ্গে এই তালিকায় সবচেয়ে নিচে স্থান হয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশের। সম্প্রতি বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারের সমীক্ষায় প্রকাশ্যে এসেছে এই তথ্য। সমীক্ষা করা এই সংস্থার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন ইসরো প্রধান কে কস্তুরীরঙ্গন।

জানা গিয়েছে, মূলত সুসংহত উন্নয়নের পরিকল্পনা, জীবনধারণের মান, নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সমীক্ষাটি করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। সমীক্ষায় প্রকাশিত তালিকায় ভারতের মধ্যে সেরা রাজ্য হিসেবে জায়গা দখল করেছে বাম শাসিত কেরল। পাশাপাশি দেশের মধ্যে সবচেয়ে খারাপ শাসনব্যবস্থার রাজ্য হিসেবে নির্বাচিত হয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ। স্বাভাবিকভাবেই এই সমীক্ষা নিশ্চিতভাবে চাপে ফেলল বিজেপিকে। একইভাবে আগামী বছর নির্বাচনের আগে এই সমীক্ষায় স্বস্তিতে কেরলের বিজয়ন সরকার।

একইসঙ্গে গোটা দেশজুড়ে চলা এই সমীক্ষায় সুশাসিত রাজ্য হিসেবে প্রথম যে চারটি রাজ্য রয়েছে সেগুলি দক্ষিণ ভারতের। তালিকার একেবারে প্রথমে কেরল, দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, তৃতীয় অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ কর্ণাটক। এছাড়া তালিকার শেষ দিক থেকে পরপর তিনটি রাজ্য হল উত্তরপ্রদেশ, ওড়িশা এবং তৃতীয় স্থানে বিহার। প্রসঙ্গত বর্তমানে বিধানসভা নির্বাচন চলছে বিহারে তার মাঝেই এই তথ্য নিশ্চিত ভাবেই নীতীশ কুমারের জন্য অত্যন্ত খারাপ খবর।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ প্রদীপের

এছাড়াও দেশের ছোট রাজ্যগুলির তালিকা বিজেপি শাসিত গোয়া মেঘালয় এবং হিমাচল প্রদেশ রয়েছে উপরের দিকে। কিন্তু খারাপ শাসিত রাজ্যের তালিকা পড়ে গিয়েছে রাজধানী দিল্লি। ছোট রাজ্যগুলির হিসেবে সবচেয়ে খারাপ শাসিত রাজ্য বিজেপি শাসিত মণিপুর। এর ঠিক পরেই রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি। ছোট রাজ্য হিসেবে খারাপ শাসিত রাজ্য হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version