Saturday, May 3, 2025

ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ প্রদীপের

Date:

আজ, ৩১ অক্টোবর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর প্রয়াণ দিবস। ১৯৮৪ সালে আজকের দিনে রাজধানী দিল্লিতে আততায়ীদের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল দেশের সর্বকালের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে। শহিদ হয়েছিলেন ইন্দিরা গান্ধী।

প্রতি বছরের মতো ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে গোটা দেশের মতোই কলকাতাতেও তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতারা। এদিন সকালে বিড়লা তারামণ্ডল সংলগ্ন ইন্দিরা উদ্যানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ। ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, সুমন রায় চৌধুরী প্রমুখ।

প্রতিবছর এই দিনটি কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধায়-সম্মানে পালন করা হয়। কিন্তু এবছর করোনা আবহে এক অন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এবার সেখানে যাঁরা উপস্থিত ছিলেন সবাই নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেন। এবং মাস্ক পড়েন।

এদিনের কর্মসূচি থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কৃষি আইন ও শ্রম আইনের তীব্র বিরোধিতা করে কংগ্রেস নেতৃত্ব।

মাল্যদানের পর প্রদীপ ভট্টাচার্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নেন। রাজ্যপালের একমাসব্যাপী উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ বলেন, “উত্তরবঙ্গ সফরে একমাস কেন, তার জায়গায় দীর্ঘদিন থাকতে পারেন রাজ্যপাল। কিন্তু কোনও পলিটিক্যাল ইস্যু যেন তিনি সেখানে গিয়ে ক্রিয়েট না করেন।”

আরও পড়ুন-বর্গি! দিলীপের আপ্তসহায়কের পোস্ট শেষে ডিলিট করতে হল

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version