Thursday, November 6, 2025

ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ প্রদীপের

Date:

আজ, ৩১ অক্টোবর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর প্রয়াণ দিবস। ১৯৮৪ সালে আজকের দিনে রাজধানী দিল্লিতে আততায়ীদের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল দেশের সর্বকালের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে। শহিদ হয়েছিলেন ইন্দিরা গান্ধী।

প্রতি বছরের মতো ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে গোটা দেশের মতোই কলকাতাতেও তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতারা। এদিন সকালে বিড়লা তারামণ্ডল সংলগ্ন ইন্দিরা উদ্যানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ। ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, সুমন রায় চৌধুরী প্রমুখ।

প্রতিবছর এই দিনটি কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধায়-সম্মানে পালন করা হয়। কিন্তু এবছর করোনা আবহে এক অন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এবার সেখানে যাঁরা উপস্থিত ছিলেন সবাই নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেন। এবং মাস্ক পড়েন।

এদিনের কর্মসূচি থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কৃষি আইন ও শ্রম আইনের তীব্র বিরোধিতা করে কংগ্রেস নেতৃত্ব।

মাল্যদানের পর প্রদীপ ভট্টাচার্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নেন। রাজ্যপালের একমাসব্যাপী উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ বলেন, “উত্তরবঙ্গ সফরে একমাস কেন, তার জায়গায় দীর্ঘদিন থাকতে পারেন রাজ্যপাল। কিন্তু কোনও পলিটিক্যাল ইস্যু যেন তিনি সেখানে গিয়ে ক্রিয়েট না করেন।”

আরও পড়ুন-বর্গি! দিলীপের আপ্তসহায়কের পোস্ট শেষে ডিলিট করতে হল

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version