Monday, December 22, 2025

না শোধরালে ‘মরণযাত্রা’ বের হবে, লাভ জেহাদ প্রসঙ্গে হুঁশিয়ারি যোগীর

Date:

Share post:

লাভ জেহাদের বিরুদ্ধে শুরু থেকেই সরব বিজেপি নেতারা। সম্প্রতি এ প্রসঙ্গে আদালতের তরফেও জানানো হয়েছে, ‘শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনওভাবেই বৈধ নয়।’ এলাহাবাদ হাইকোর্টের তরফে এই রায় জানানোর পর শনিবার লাভ জেহাদ প্রসঙ্গেই কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের দেওরিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে যোগী জানিয়ে দিলেন, ”এখনই যদি না শোধরাও তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা বের হবে।”

শনিবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘গতকাল হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনওভাবেই বৈধ নয়। সরকার লাভ জেহাদ রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে।’ পাশাপাশি যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘আমরা শীঘ্রই এ বিষয়ে আইন আনব বিধানসভায়। এবং সেই সমস্ত মানুষকে আমি হুঁশিয়ারি দিচ্ছি যারা নিজেদের পরিচয় গোপন করে আমার বোনেদের সম্মান নিয়ে খেলা করছে। যদি আপনারা না শোধরান তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা বের হবে।’

আরও পড়ুন: কান্না থামাতে গিয়ে নিজের শিশুকন্যাকে মেরেই ফেলল বাবা! পরেরটা আরও ভয়ঙ্কর

পাশাপাশি উপনির্বাচনের প্রচারে গিয়ে নিজের বক্তব্যে সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবকেও একহাত নেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, সরকার অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার চালাচ্ছে। কড়া হাতে অপরাধ দমন করা হচ্ছে উত্তরপ্রদেশে। এই সবকিছু দেখে সপার অত্যন্ত খারাপ লাগছে। সপা দাঙ্গা করাতে চাইছে উত্তর প্রদেশ। কিন্তু সরকার তা হতে দেবে না। যোগী আরও বলেন, উত্তরপ্রদেশে ‘মিশন শক্তি’ শুরু হয়েছে ইতিমধ্যেই। দিওয়ালির পর এটা ‘অপারেশন শক্তি’তে পরিবর্তিত হবে। অপরাধীদের সঙ্গে সঙ্গে ওদেরও ‘রাম নাম সত্য’ হবে।

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...